Tuesday, November 18, 2025

মুম্বইয়ের হোটেলে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! ম.র্মান্তিক পরিণতি ৩ জনের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

মুম্বইয়ের (Mumbai) একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। রবিবার দুপুর ১টা নাগাদ সান্তাক্রুজ এলাকার ওই হোটেলে আগুন লাগে। হোটেলের তৃতীয় তলায় এদিন আচমকাই আগুন লেগে যায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আর সেখান থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। তবে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করলেও এড়ানো যায়নি প্রাণহানির ঘটনা। হোটেলে আগুন লাগার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

এদিকে রবিবার দুপুরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার ওই হোটেলে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীরা জোরকদমে আগুন নেভানোর কাজ করেন। আগুনের জেরে হোটেলে আটকে পড়া ৮ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠান দমকলকর্মীরা। তাঁদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। তবে এদিন বেশ কিছুক্ষণের চেষ্টায় হোটেলের আগুনও নিয়ন্ত্রণে এসেছে বলেও দমকলের তরফে খবর।

তবে আচমকা কীভাবে ওই হোটেলে আগুন লাগল সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ এবং দমকল। পাশাপাশি হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হাসপাতাল সূত্রে খবর, রূপল কাঞ্জি (২৫), কিষাণ (২৮) এবং কান্তিলাল গোরধন ভারা (৪৮) নামে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, হোটেলের তরফে জানানো হয়েছে ১০৩ ও ২০৩ নম্বর কক্ষের গদি পুড়ে গেছে। পাশাপাশি ধোপাখানার কাপড়, সিঁড়ি ও লবিতে থাকা কম্বল এবং প্রথম থেকে তৃতীয় তলার মাঝে থাকা ওয়্যারিংও পুড়ে গেছে বলে খবর।

 

 

 

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version