Sunday, May 4, 2025

দশমীর দিন AFC কাপের ম্যাচ, পেছানোর আবেদন মোহনবাগানের : সূত্র

Date:

Share post:

ইতিমধ্যেই ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে এরই মধ‍্যে সমস‍্যা। সূত্রের খবর, এএফসি কাপের ম্যাচ আয়োজন নিয়ে সমস্যায় মোহনবাগান। দুর্গাপুজো দশমীর দিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস এএফসি কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ। জানা যাচ্ছে, কলকাতায় তখন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে পুলিশের পক্ষে।

সূত্রের খবর,  এনিয়ে এএফসি-র কাছে চিঠিও দিয়েছে সবুজ-মেরুন। ম্যাচ পেছনোর আবেদন করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। একে দূর্গাপুজোর দশমী তার ওপর আবার বিশ্বকাপ। এই দুইয়ের চাপে পর্যাপ্ত পুলিশ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। সেই জন্যই এমন আবেদন জানানো হয়েছে বলে জানা যাচ্ছে মোহনবাগানের পক্ষ থেকে। তবে এখনই কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে যাওয়ার সুযোগ পেয়েছে মোহনবাগান। ষষ্ঠবার এএফসি মূল পর্বে খেলার সুযোগ পেয়ে গেল তারা। এবারের এএফসি কাপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট।

এদিকে সমস্যায় রয়েছে জুয়ান ফেরান্দোর দল। একাধিক ফুটবলার ভারতীয় দলের শিবিরের জন্য চলে গিয়েছেন। সিনিয়র দলের পাশাপাশি যুব দলের জন্যও একাধিক ফুটবলার চলে গিয়েছেন। ফলে সেট দল পাওয়া নিয়ে সমস্যা। যদিও ডার্বি হারের ধাক্কা কাটিয়ে দারুনভাবে ফিরে এসেছে মোহনবাগান। ডুরান্ড কাপের পাশাপাশি এএফসি কাপেও একের পর এক জয় তুলে নিচ্ছে ফেরান্দোর ছেলেরা। রবিবার তার মধ্যেই ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। সেই ম্যাচ যে একেবারেই সহজ হবে না তা ভালোভাবেই জানেন হুগো বৌমোসরা। তবে, চির শত্রু ইস্টবেঙ্গলের কাছ থেকেই অনুপ্রেরণা নিতে চাইছেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার। এই নিয়ে এক সাক্ষাৎকারে হুগো বলেন, “ইস্টবেঙ্গল যেমন চার বছর পর, ডার্বিতে আমাদের হারিয়েছে, ঠিক সেভাবেই আমরা মুম্বইকে হারাব।” পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস অনেকটাই ফেরত পেয়েছে মোহনবাগান। এখন সামনে ডুরান্ড কাপের কঠিন চ্যালেঞ্জ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...