Tuesday, November 4, 2025

দশমীর দিন AFC কাপের ম্যাচ, পেছানোর আবেদন মোহনবাগানের : সূত্র

Date:

Share post:

ইতিমধ্যেই ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে এরই মধ‍্যে সমস‍্যা। সূত্রের খবর, এএফসি কাপের ম্যাচ আয়োজন নিয়ে সমস্যায় মোহনবাগান। দুর্গাপুজো দশমীর দিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস এএফসি কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ। জানা যাচ্ছে, কলকাতায় তখন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে পুলিশের পক্ষে।

সূত্রের খবর,  এনিয়ে এএফসি-র কাছে চিঠিও দিয়েছে সবুজ-মেরুন। ম্যাচ পেছনোর আবেদন করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। একে দূর্গাপুজোর দশমী তার ওপর আবার বিশ্বকাপ। এই দুইয়ের চাপে পর্যাপ্ত পুলিশ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। সেই জন্যই এমন আবেদন জানানো হয়েছে বলে জানা যাচ্ছে মোহনবাগানের পক্ষ থেকে। তবে এখনই কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে যাওয়ার সুযোগ পেয়েছে মোহনবাগান। ষষ্ঠবার এএফসি মূল পর্বে খেলার সুযোগ পেয়ে গেল তারা। এবারের এএফসি কাপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট।

এদিকে সমস্যায় রয়েছে জুয়ান ফেরান্দোর দল। একাধিক ফুটবলার ভারতীয় দলের শিবিরের জন্য চলে গিয়েছেন। সিনিয়র দলের পাশাপাশি যুব দলের জন্যও একাধিক ফুটবলার চলে গিয়েছেন। ফলে সেট দল পাওয়া নিয়ে সমস্যা। যদিও ডার্বি হারের ধাক্কা কাটিয়ে দারুনভাবে ফিরে এসেছে মোহনবাগান। ডুরান্ড কাপের পাশাপাশি এএফসি কাপেও একের পর এক জয় তুলে নিচ্ছে ফেরান্দোর ছেলেরা। রবিবার তার মধ্যেই ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। সেই ম্যাচ যে একেবারেই সহজ হবে না তা ভালোভাবেই জানেন হুগো বৌমোসরা। তবে, চির শত্রু ইস্টবেঙ্গলের কাছ থেকেই অনুপ্রেরণা নিতে চাইছেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার। এই নিয়ে এক সাক্ষাৎকারে হুগো বলেন, “ইস্টবেঙ্গল যেমন চার বছর পর, ডার্বিতে আমাদের হারিয়েছে, ঠিক সেভাবেই আমরা মুম্বইকে হারাব।” পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস অনেকটাই ফেরত পেয়েছে মোহনবাগান। এখন সামনে ডুরান্ড কাপের কঠিন চ্যালেঞ্জ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...