Monday, August 25, 2025

ফের একসঙ্গে শাহরুখ -অমিতাভ ! কিং খানের বাড়ির বাইরে পুলিশি প্রহরা

Date:

সামনেই বড় ছবি মুক্তি। সেপ্টেম্বরের ৭ তারিখে বড়পর্দায় শাহরুখকে (Shahrukh Khan)দেখা যাবে ‘জওয়ান’ (Jawan)বেশে। ‘পাঠান’ সিনেমার অনবদ্য সাফল্যের পর ফের আশায় বুক বেঁধেছেন ফ্যানেরা। ইতিমধ্যেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। কিন্তু সেই খবরের মাঝেই বিগ ব্রেকিং। ১৭ বছর পর ফের একসঙ্গে কাজ করতে দেখা যাবে বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) ও শাহেনশাহ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। বিটাউনে বাড়ছে গুঞ্জন।

‘মহব্বতে’ দিয়ে সুপারস্টার মেগাস্টার যুগলবন্দি শুরু হয়েছিল। তারপর একে একে ‘কভি খুশি কভি গম’, ‘কভি অলবিদা না কহেনা’ ও ‘ভুতনাথ’ ছবিতে দেখা যায় তাঁদের। কিন্তু সেসব তো ইতিহাস। মাঝে কেটে গেছে ১৭ বছর। যদিও সম্প্রতি দুজনেই ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কাজ করেছিলেন কিন্তু একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। তবে দুই মহাতারকার ফ্যানদের আক্ষেপ এবার ঘুচতে চলেছে। জানা যাচ্ছে এক ফ্রেমে ফিরতে চলেছেন অমিতাভ- শাহরুখ। যদিও এখনও এই প্রজেক্ট সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। অনেকেই বলছেন সিনেমা নয় আসলে বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাঁদের। তবে জল্পনায় সিলমোহর পড়েনি।

অন্যদিকে আবার কিং খানের বাড়ির সামনে বসল পুলিশি প্রহরা। মন্নত এর সামনে বিক্ষোভের জেরে এই সিদ্ধান্ত। জানা যাচ্ছে, বাদশা এবার কাঠগড়ায়। আসলে অনলাইন গেমিং অ্যাপের (online gaming app) বিজ্ঞাপন করার জন্য তাঁর বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন কিছু মানুষ। তাঁদের দাবি, এই ধরনের অ্যাপ যুব সমাজকে ভুল পথে চালনা করে। শাহরুখের মতো সুপারস্টার যদি এই ধরনের অ্যাপের প্রচার করেন সেটা সমাজকে ভুল বার্তা দেয়। এরপরই শাহরুখের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল থেকেই তাঁর বাড়ির সামনে বসল পুলিশি প্রহরা।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version