Monday, August 25, 2025

নিজের বুথে হেরে তৃণমূল নেত্রীকে হারানোর স্বপ্ন দেখে! শুভেন্দু-সহ বিজেপি নেতৃত্বকে তুলোধনা অভিষেকের

Date:

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের পঞ্চায়েত গড়ে তোলা হয়েছে। নজিরবিহীন ভাবে শাসকদলের থেকে বেশি মনোনয়ন দিয়েছে বিরোধীরা। বাংলায় কেন সারা ভারতে এই উদাহরণ নেই। “মানুষের আশীর্বাদ নিয়ে আমরা গণতান্ত্রিক ভাবে পঞ্চায়েত জিতেছি। বিরোধীরা বেশি মনোনয়ন জমা দিয়েছে।“ এরপরেই বিরোধীদের নিশানা করে অভিষেক বলেন, যাঁরা নিজেদের বুথে জিততে পারেন না, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর স্বপ্ন দেখে! সোমবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে বিরোধীদের বিঁধলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে কাশ্মীর থেকে কন্যাকুমারী INDIA-র জয় নিয়ে আশাবাদী অভিষেক।

তৃণমূলের জনজোয়ারের সময় ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে অভিষেককে ঢুকতে বাধা দেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “যাঁরা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেব না, তাঁরা কোথায় গেলেন? BJP নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আমায় ঠাকুরবাড়িতে ঢুকতে দেননি। বলেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। চমকানো নেতা দিলীপ ঘোষ নিজে বুথ হেরে গিয়েছেন। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটি দত্তক নিয়েছেন, সেই গ্রামে হেরেছেন। আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো পুরসভা ভোটে নিজের বুথে হেরেছেন।“ এরা আবার তৃণমূল সুপ্রিমোকে হারানোর স্বপ্ন দেখে!

কেন্দ্রের মোদি সরকারের বিরোধিতায় সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী আগামী লোকসভা নির্বাচনে জিতবে INDIA।

এদিন তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির পাদদেশে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা, তৃণাঙ্কর ভট্টাচার্য, সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব।

 

 

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version