Friday, November 7, 2025

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও অ.শান্তি পাকালেন কৌস্তভ! কংগ্রেসের গোষ্ঠীদ্ব.ন্দ্ব তুঙ্গে

Date:

কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। মহাজাতি সদনে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চূড়ান্ত বিবাদ। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradeep Bhattacharya)। অশান্তি পাকানোর মূলে কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)।

ঘটনা ঠিক কী? ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি কৌস্তভ বাগচীকে। এই মর্মেই প্রদেশ কংগ্রেসের তরফে অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে বলে ছাত্র পরিষদনেতৃত্বকে, এমনই খবর। কেন তিনি আমন্ত্রিত নয়, কৌস্তভ এ নিয়ে জানতে চায় ছাত্র পরিষদের রাজ্য সভাপতির কাছে। সূত্রের খবর, তাঁকে দলের নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতিতে কৌস্তভ জোর করেই আজ, মহাজাতি সদনের অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করে। তেমন আন্দাজ করে আগে থেকেই তৈরি ছিল কংগ্রেসের কৌস্তভ বিরোধী লবি। কৌস্তভ লোকজন নিয়ে ঢুকে সভার মধ্যেই স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। এরপর তাকে বের করে দিতেই তুমুল গণ্ডগোল শুরু হয়।

উল্লেখ্য, গতবছর এই সভা থেকেই নানা বিতর্কিত কথা বলে কংগ্রেস হাইকমান্ডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে, সভা ভণ্ডুলের চেষ্টার অভিযোগ উঠেছিল দলের তরুণ নেতার বিরুদ্ধে। এবারও তিনি তেমন কিছু ঘটাতে পারেন, এই আশঙ্কা রয়েছে দলের। সেবার তৃণমূল সম্পর্কে হাইকমান্ডের নরম মনোভাব নিয়ে রাজ্যের এআইসিসি পর্যবেক্ষকদের সামনেই কড়া প্রশ্ন তুলেছিলেন কৌস্তভ। সিনিয়র নেতৃত্বকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দেয়। তুমুল বিতর্ক হয়েছিল।তাই এবার আগে থেকেই কৌস্তভের কংগ্রেসের ছাত্র সমাবেশে ঢোকার উপর নিষেধাজ্ঞা ছিল।

 

 

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version