Thursday, August 21, 2025

এ বার রাজস্থান সীমান্তে উড়ল ড্রোন । ভারত-পাক সীমান্ত-সংলগ্ন রাজস্থানের শ্রীকরণপুর এলাকায় একটি মাঠ থেকে মিলল একটি ড্রোন। রবিবার বিকেলে বিএসএফ এবং রাজস্থান পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ড্রোনটিকে উদ্ধার করা হয়।সীমান্তে বিএসএফের তরফে ট্যুইট করে একথা জানান হয়। ড্রোনটি কোথা থেকে, কী উদ্দেশে এসেছে, ড্রোনটি পাঠানোর পিছনে পাকিস্তানের মদত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃনয়া সিদ্ধান্ত! এবার থেকে মনরেগার কাজে নজরদারি চালাবে ড্রোন

টুইটে রাজস্থান বিএসএফ জানিয়েছে , ২৭ অগস্ট শ্রীগঙ্গানগর বিএসএফ এবং রাজস্থান পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ভারত-পাকিস্তাব সীমান্তের কাছে শ্রীকরণপুর এলাকায় একটি মাঠ থেকে পাক ড্রোন উদ্ধার হয়েছে। ড্রোনটি ভাঙা অবস্থায় মাঠে পড়েছিল।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই পা ঞ্জাবে সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছিল একটি পাক ড্রোন। বিএসএফ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে পঞ্জাবের তারাণ জেলার রাজোক গ্রামের উপকণ্ঠে আকাশে উড়ছিল ড্রোনটি। সেটি পাকিস্তানি ড্রোন বলে নিশ্চিত করেছে পাঞ্জাব পুলিশ।

বিএসএফ পঞ্জাব বাহিনীর এক সিনিয়ার আধিকরিক জানান, সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা তারান জেলার রাজোক গ্রামের নিকটবর্তী এলাকায় পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে একটি সন্দেহভাজন উড়ন্ত বস্তু (ড্রোন) প্রবেশ করার শব্দ শুনতে পায়। তারপর জওয়ানরা সেটি গুলি করে নামায়।তারপরই তদন্তে উঠে আসে ড্রোনটি পাকিস্তান থেকেই এসেছিল।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version