Friday, November 14, 2025

নয়া সিদ্ধান্ত! এবার থেকে মনরেগার কাজে নজরদারি চালাবে ড্রোন

Date:

এবার থেকে মনরেগার কাজে নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেবে কেন্দ্রীয় সরকার, জানা গিয়েছে গ্রামোন্নয়নমন্ত্রক সূত্রে।  সম্প্রতি মনরেগা নিয়ে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, চার ধরণের তদারকিতে এই ড্রোন ব্যবহার করা হবে। কাজ চলছে, কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে , কাজের মূল্যায়ণ এবং কোনও অভিযোগের ক্ষেত্রে তা যাচাই করার ক্ষেত্রে ।

ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে এই ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ  নেওয়ার নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। যদিও ড্রোন প্রযুক্তি চালু করার জন্য রাজ্যগুলিকে কোনও অতিরিক্ত টাকা দেবে না কেন্দ্রীয় সরকার। নির্দেশিকা অনুযায়ী, সেই টাকা রাজ্যগুলিকে প্রশাসনিক খরচ থেকে বের করতে হবে। শুধু তাই নয় রাজ্যগুলিকে ড্রোন কেনার পরিবর্তে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে, ড্রোনের মাধ্যমে পাওয়া ভিডিও এবং ছবি মজুত রাখার জন্য একটি ড্যাশবোর্ড  তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

২০২২ এর মে মাসে মনরেগার কাজে মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা চালু করে মোদি সরকার। এবার ড্রোনের মাধ্যমে নজরদারি।  এই প্রকল্পের তদারকের দায়িত্বে থাকা ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হবে এই ড্রোন। প্রতি জেলায় একজন করে আধিকারিক থাকবেন, যিনি কাজের জায়গায় ড্রোন পরিচালনা করবেন।  সশরীরে কাজের জায়গায় না গিয়ে তদারকি করার জন্য জেলার সংশ্লিষ্ট আধিকারিকরা  ড্রোনের সাহায্য নেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ৪৯৩জন শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ শিক্ষা দফতরের

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version