Monday, August 25, 2025

মুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে আসছে নেইমারের আল হিলাল, প্রস্তুতি শুরু ছাংতে, মেহতাব সিংদের

Date:

এই বছর এএফসি কাপ খেলতে ভারতে আসার কথা নেইমারের ক্লাব আল হিলালের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি খেলবে আল হিলাল এফসি। ভারতে প্রথমবার খেলতে আসার কথা নেইমার। ফলে এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। আর এই ম‍্যাচ ঘিরে ইতিমধ্যেই মানসিক প্রস্তুতিও শুরু করে দিয়েছে মুম্বই সিটি এফসি। এমনটাই জানালেন তাদের কোচ দেস বাকিংহ্যাম।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টের কাছে হেরে গেলেও নেইমাদের বিরুদ্ধে ভালো খেলার প্রতিশ্রুতি দিলেন ছাংতে, মেহতাব সিংদের কোচ। তিনি বলেন, “এটা মরশুমের একেবারে শুরুর দিক। নেইমাদের বিরুদ্ধে ম্যাচ এখনও অনেকটাই দেরি আছে। এর মধ্যে আমরা অনেকটা সময় পাবো। তার মধ্যে আমাদের দল আরও অনেকটা তৈরি হয়ে যাবে।”

ভারতের ফুটবল ফ্যানদের কাছে নেইমারের ভারতে খেলতে আসা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। সেটাও জানিয়েছেন মুম্বই কোচ। শুধু নেইমার নয়, সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচ, চেলসির কালিদৌ কৌলিবালি, পর্তুগালে রোনাল্ডোর সতীর্থ এবং ইপিএলের উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের প্রাক্তন ফুটবলার রুবেন নেভেস, সার্বিয়ার সের্গেই মিলিঙ্কোভিচ স্যাভিচ, বার্সেলোনায় খেলা ম্যালকমকেও সই করিয়েছে হিলাল। তারকা ঠাসা সৌদির ক্লাব। নেইমার না আসলেও একাধিক আন্তর্জাতিক তারকা পায়ের জাদু দেখতে পারবেন ভারতবাসী। তবে ম্যাচটি খেলা হবে পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে। এই স্টেডিয়ামে যদিও খুব বেশি সমর্থক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন না। ৯,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন এই স্টেডিয়ামে। এ প্রসঙ্গে মুম্বই কোচ বলেন, “আমাদের তো ইচ্ছে ছিল মুম্বই ফুটবল এরিনাতেই ম্যাচ করার। তবে এএফসি-র নিয়ম অনুসারে এখানে ম্যাচ করা যাবে না। বাধ্য হয়েই আমাদের মাঠ বদলাতে হয়েছে।”

নেইমারের ভারতে আসা ভারতের ফুটবল ফ্যানদের কাছে বিরাট খবর। ইতিমধ্যেই এ নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভারতের ফ্যানদের মধ্যে। পাশাপাশি বাকিংহ্যাম বলেন, “শুধু তো নেইমার নয়, পাশাপাশি আরও অনেক তারকাও আসছেন। তাদেরকেও দেখতে পাবেন ভারতবাসী।”

আরও পড়ুন:ক্রিকেটে প্রথম লাল কার্ড দেখে অনন্য নজির গড়লেন সুনীল নারিন

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version