Friday, August 22, 2025

ফের ‘গোধরা’ ঘটাতে মরিয়া বিজেপি, রামমন্দির উদ্বোধনের আগে শঙ্কা সঞ্জয় রাউতের

Date:

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির(Ram Mandir) উদ্বোধনের সময় গোধরার(Godhra) মতো ঘটনা ঘটতে পারে বিজেপি(BJP)। এমন আশঙ্কা করে ভয়ে রয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার এমনটাই জানালেন, শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut)। তাঁর আশঙ্কা, বিজেপি নির্বাচনে জয়ের জন্য সার্জিক্যাল স্ট্রাইকের নাটক করতে পারে… তারা যেকোনো কিছু করতে পারে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন গভর্নর সত্যপাল মালিক অভিযোগ করেছেন, ২০১৯-এ পুলওয়ামা হামলা আসলে পরিকল্পিত ভাবে করা হয়েছিল, একই রকম কথা বলা হচ্ছে গোধরা ঘটনার (২০০২ সালে) সম্পর্কেও। অভিযোগ, সেই ঘটনাও পরিকল্পিত ছিল। এপ্রসঙ্গ তুলে ধরে সঞ্জয় রাউত বলেন, “আমাদের আশঙ্কা রাম মন্দির উদ্বোধনের সময় বহু মানুষ ট্রেনে করে অযোধ্যা যাবেন। আমরা আশঙ্কা করছি সে সময় বিশেষ এলাকায় ট্রেনে পাথর ছোড়া হবে অথবা তাদের ওপর হামলা হতে পারে। তাহলেই দাঙ্গা উসকে দিতে পারবে বিজেপি। দেশের সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও এমনটা ঘটার আশঙ্কা করছে।”

রাউত আরও বলেন, “বিজেপির ২০২৪ সালের নির্বাচনে লড়ার জন্য কোনও এজেন্ডা নেই এবং তাই ভোট পেতে এবং নির্বাচনে জয়ী হওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গার আয়োজন করতে পারে। ২০১৪ সালে, বিজেপি মানুষকে বোকা বানিয়েছিল এবং ২০১৯ সালে তারা সার্জিক্যাল স্ট্রাইকের নাটক মঞ্চস্থ করেছিল এবং ভোট পাওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গায় ইন্ধন জুগিয়েছিল। ২০২৪ সালে, তারা আবারও সাম্প্রদায়িক বিভেদ ও সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছে নির্বাচনে জেতার জন্য। দেশে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো অনেক গুরুতর সমস্যা রয়েছে, সেসব নিয়ে আলোচনা না করেই তারা সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিয়ে নির্বাচনের মুখোমুখি হতে চায়। আমরা এ সম্পর্কে সচেতন। দলগুলি এবং জনসাধারণকে এ সম্পর্কে সচেতন করা আমাদের কর্তব্য।”

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version