Tuesday, November 11, 2025

যাদবপুর ইস্যুতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা আটকে বিজেপির ‘দাদাগিরি’!

Date:

বিজেপির (BJP) তফসিলি মোর্চার মিছিল ঘিরে ধুন্ধুমার। অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ (Central Avenue)। অফিস ফেরত যাত্রীরা বিপাকে। মঙ্গলবার সন্ধেয় বিজেপি রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল ধর্মতলা পর্যন্ত। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও জোর করে মিছিল করার চেষ্টা বিজেপির SC মোর্চার। চলতি মাসের ২৪ তারিখ পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করে মোর্চা নেতৃত্ব। কিন্তু সন্ধের ব্যস্ত সময়ে সেন্ট্রাল অ্যাভিনিউ (Central Avenue)হয়ে যদি ধর্মতলা পর্যন্ত মিছিল হয় তাহলে ট্র্যাফিক ব্যবস্থা বিপর্যস্ত হবে। সে কারণেই মিছিলের অনুমতি দেওয়া হবে না জানিয়ে মোর্চা নেতৃত্বকে লালবাজারের (Kolkata Police) পক্ষ থেকে আগেই চিঠি দিয়ে জানানো হয়। তারপরেও মঙ্গলের সন্ধ্যায় শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত রাস্তার একাংশ সম্পূর্ণ বন্ধ করে মিছিলের নামে দাদাগিরি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে এবং ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর দাবি জানিয়ে এর আগে বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদে সরব হয় রাজ্যের প্রধান বিরোধী দল সহ একাধিক রাজনৈতিক দল ও নাগরিক সমাজ। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ জানান, পুলিশ অনুমতি না দিক, নির্ধারিত কর্মসূচি হবেই। প্রয়োজনে মানুষের অসুবিধাকেও গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। রাস্তায় বসে মশাল জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। পুলিশ তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও নিজেদের দাবি থেকে অনড় বিরোধীরা। অফিস থেকে বাড়ি ফেরার পথে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ায় যথেষ্ট বিরক্ত সাধারণ মানুষ।

 

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version