১) আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। নর্থইস্টকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করতে মরিয়া লাল-হলুদ।


২) মেজর লিগ সকারে অভিষেকের পরই বিপত্তি মেসির, পড়তে পারেন শাস্তির মুখে। রেড বুলসের বিরুদ্ধে ম্যাচের পর, মেসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। আর এই বিষয়টি লিগের নিয়ম অনুযায়ী আইনবিরুদ্ধ।


৩) গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কানাডার অলিম্পিয়ান আলেকজান্দ্রা পল। মাত্র ৩১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জানা যাচ্ছে, কানাডাতেই গাড়ি দুর্ঘটনা হয়েছে পলের। কানাডার স্কেটিং দলের সদস্য ছিলেন আলেকজান্দ্রা পল।


৪) চলতি বছর থেকেই ফুটবলের মতন ক্রিকেটেও শুরু হয়েছে রেড কার্ডের প্রচলন। আর ক্রিকেটে প্রথম রেড কার্ড দেখলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ক্রিকেটার সুনীল নারিন।


৫) মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে আসছে নেইমারের আল হিলাল, প্রস্তুতি শুরু ছাংতে, মেহতাব সিংদের। ভারতের ফুটবল ফ্যানদের কাছে নেইমারের ভারতে খেলতে আসা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। সেটাও জানিয়েছেন মুম্বই কোচ।

আরও পড়ুন:৩১ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত অলিম্পিয়ান আলেকজান্দ্রা পল

















