মাত্র ৫ কোটি টাকা ঘুষের অভিযোগে ইডি কর্তার বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের!

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পবন ক্ষত্রীর বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। মদ ব্যবসায়ী আমনদীপ ঢলের থেকে পাঁচ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরে। দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা মদ সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন মণীশ সিসৌদিয়া। তার ঘনিষ্ঠ অমিত আরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ইডি। তার পরেই তদন্ত ধামাচাপা দিতে এই বড় অঙ্কের টাকার লেনদেন হয় বলে অভিযোগ করেছে সিবিআই।দিল্লিতে আবগারি দুর্নীতির মামলায় তদন্ত করছে ইডি। এই দুজনের পাশাপাশি এয়ার ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দীপক সাংওয়ান, ক্লারিজেস হোটেলস অ্যান্ড রিসর্টের সিইও বিক্রমাদিত্য, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রবীণ কুমার ভাতসের নামও আছে সিবিআইয়ের দায়ের করা এফআইআরে।