Thursday, August 21, 2025

নবান্নে (Nabanna)পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই উপলক্ষ্যে বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকও করেন মমতা। এরপরে পরিচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন তিনি। বিশেষ কাজেই তখন মু্খ্যমন্ত্রীর ঘরে আসেন পার্থ ভৌমিক (Partha Bhowmick)। উপস্থিত সকলেই তাঁকে দেখে ‘হ্যালো স্যার’ বলতেই লজ্জা পান সেচমন্ত্রী (Irrigation Minister)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty)পরিচালিত ‘আবার প্রলয়’-এর পুলিশ ইন্সপেক্টর করালীবাবুকে দেখে হাসেন মমতাও (Mamata Banerjee) ।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ধামাকা ‘আবার প্রলয়’ (Abar Proloy)। টিজ়ার মুক্তির পর থেকেই পার্থর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরিচিতরা। বিশেষ করে তাঁর মুখে একটি ডায়ালগ যথেষ্ট জনপ্রিয়তা পায়। সিরিজে দেখা গেছে তিনি এক আন স্মার্ট পুলিশ অফিসার যিনি কথায় কথায় ‘ হ্যালো স্যার’ বলেন। এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও তাঁকে এই বলে সম্বোধন করলে তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন। মুখে আঙুল দিয়ে চুপ করতে বেলন সকলকে। এর পরেই মুখ্যমন্ত্রী তাঁর দিকে তাকিয়ে বলেন, ” আমি তোর কাজের কথা শুনেছি পার্থ। শুনলাম তুই নাকি খুব ভাল কাজ করেছিস। এত দায়িত্ব নিয়েও কাজ করে যে এ সব করতে পেরেছিস জেনে ভালই লাগল।” এরপর নৈহাটির বিধায়ক সোজা গিয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন। তখন অনেকেই দিদিকে অনুরোধ করেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ দেখার জন্য। আসলে রাজ চক্রবর্তীর সিরিজে করার কথা মুখ্যমন্ত্রীকে জানতে দিতে চাননি পার্থ। পরিবারের সঙ্গে সুন্দরবন বেড়াতে যাওয়ার কথা বলে চার দিনের ছুটি নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর থেকে। মাত্র চার দিনেই শুটিং শেষ করে সেচ দফতরে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে থেকে কেউ যদি শিল্প, সাহিত্য জগতে ভাল কাজ করতে পারে, তাতে আমার আনন্দই হয়।”

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version