Saturday, December 27, 2025

‘এক নম্বর দুর্নীতিবাজ’ কেন্দ্রীয় আইনমন্ত্রী মেঘওয়াল: বিস্ফোরক বিজেপি বিধায়ক

Date:

Share post:

“একেবারে পয়লা নম্বর দুর্নীতিবাজ কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল(Arjun Ram Meghwal)।” না, কোনও বিরোধী নেতা নয় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হলেন বিজেপির(BJP) বর্ষীয়ান বিধায়ক রাজস্থান(Rajsthan) বিধানসভার প্রাক্তন স্পিকার কৈলাশ চন্দ্র মেঘওয়াল(Kailash Chandra Meghwal)। শুধু তাই নয় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আইনমন্ত্রীকে বহিষ্কার করার আবেদন জানাবেন।

৮৯ বছর বয়স্ক কৈলাশ চন্দ্র মেঘওয়াল ৬ বারের বিধায়ক এবং তিনবারের সাংসদ। ভিলওয়ারার শাহপুরা বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে, মেঘওয়াল বলেন, “এই অর্জুন মেঘওয়াল এক নম্বর দুর্নীতিবাজ। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে যা আজও চলছে। আমি (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদিকে চিঠি দেব তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে। আমি তাকে চিঠি দিয়ে বলব, আপনি যাকে আইনমন্ত্রী করেছেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি যখন অফিসার ছিলেন তখন তিনি লাখ লাখ টাকার দুর্নীতি করেছিলেন এবং এমনকি গরিব ও তফসিলি জাতিকেও ছাড়েননি এবং সবার কাছ থেকে টাকা নিয়েছেন।” কৈলাশ মেঘওয়াল বলেন, দুর্নীতির মামলা থেকে বাঁচতে রাজনীতিতে যোগ দিয়েছিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। আমলা হিসেবে অর্জুন মেঘওয়ালের আগের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, “যখন তিনি কালেক্টর ছিলেন তখন তিনি লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছিলেন এবং এই মামলাগুলি আজও চলছে।” পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “অর্জুন মেঘওয়াল জি এখানে রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলব, যতক্ষণ না তার বিরুদ্ধে দুর্নীতির মামলার নিষ্পত্তি না হয় ততক্ষণ তাকে মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে, রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য অর্জুন মেঘওয়ালকে ২৫ সদস্যের সংকল্প পত্র বা ইশতেহার কমিটির আহ্বায়ক করা হয়েছে বিজেপির তরফে। অর্জুন মেঘওয়াল বর্তমানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক, সংস্কৃতির পাশাপাশি আইন ও বিচার (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী। এই প্রাক্তন আমলা ২০০৯ সালের লোকসভা নির্বাচনের আগে, বিজেপির টিকিটে বিকানের সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন।

spot_img

Related articles

দীপু দাস খুনে কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন! মোদিকে নিশানা অভিষেকের

বাংলাদেশে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে দীপু দাসকে খুনের ঘটনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।...

নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেকে, চালু করবেন ‘সেবাশ্রয়’

নন্দীগ্রাম নিয়ে এবার বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এলাকার মানুষের দাবি মেনে এবার...

চন্দ্রভাগার উপর নতুন জলবিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের, চাপ বাড়ছে ইসলামাবাদের!

প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত আবহে (Indus Water Treaty suspended)এবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে চন্দ্রভাগা নদীর...

‘সফট টার্গেট’ বয়স্করাই! SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, কমিশনকে চিঠি প্রতিনিধি দলের

নিজেদের পছন্দমতো ভোটার বাছাই করার চেষ্টা চলছে! এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। শনিবার...