Monday, August 25, 2025

‘এক নম্বর দুর্নীতিবাজ’ কেন্দ্রীয় আইনমন্ত্রী মেঘওয়াল: বিস্ফোরক বিজেপি বিধায়ক

Date:

Share post:

“একেবারে পয়লা নম্বর দুর্নীতিবাজ কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল(Arjun Ram Meghwal)।” না, কোনও বিরোধী নেতা নয় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হলেন বিজেপির(BJP) বর্ষীয়ান বিধায়ক রাজস্থান(Rajsthan) বিধানসভার প্রাক্তন স্পিকার কৈলাশ চন্দ্র মেঘওয়াল(Kailash Chandra Meghwal)। শুধু তাই নয় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আইনমন্ত্রীকে বহিষ্কার করার আবেদন জানাবেন।

৮৯ বছর বয়স্ক কৈলাশ চন্দ্র মেঘওয়াল ৬ বারের বিধায়ক এবং তিনবারের সাংসদ। ভিলওয়ারার শাহপুরা বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে, মেঘওয়াল বলেন, “এই অর্জুন মেঘওয়াল এক নম্বর দুর্নীতিবাজ। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে যা আজও চলছে। আমি (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদিকে চিঠি দেব তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে। আমি তাকে চিঠি দিয়ে বলব, আপনি যাকে আইনমন্ত্রী করেছেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি যখন অফিসার ছিলেন তখন তিনি লাখ লাখ টাকার দুর্নীতি করেছিলেন এবং এমনকি গরিব ও তফসিলি জাতিকেও ছাড়েননি এবং সবার কাছ থেকে টাকা নিয়েছেন।” কৈলাশ মেঘওয়াল বলেন, দুর্নীতির মামলা থেকে বাঁচতে রাজনীতিতে যোগ দিয়েছিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। আমলা হিসেবে অর্জুন মেঘওয়ালের আগের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, “যখন তিনি কালেক্টর ছিলেন তখন তিনি লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছিলেন এবং এই মামলাগুলি আজও চলছে।” পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “অর্জুন মেঘওয়াল জি এখানে রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলব, যতক্ষণ না তার বিরুদ্ধে দুর্নীতির মামলার নিষ্পত্তি না হয় ততক্ষণ তাকে মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে, রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য অর্জুন মেঘওয়ালকে ২৫ সদস্যের সংকল্প পত্র বা ইশতেহার কমিটির আহ্বায়ক করা হয়েছে বিজেপির তরফে। অর্জুন মেঘওয়াল বর্তমানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক, সংস্কৃতির পাশাপাশি আইন ও বিচার (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী। এই প্রাক্তন আমলা ২০০৯ সালের লোকসভা নির্বাচনের আগে, বিজেপির টিকিটে বিকানের সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...