Tuesday, November 11, 2025

‘এক নম্বর দুর্নীতিবাজ’ কেন্দ্রীয় আইনমন্ত্রী মেঘওয়াল: বিস্ফোরক বিজেপি বিধায়ক

Date:

“একেবারে পয়লা নম্বর দুর্নীতিবাজ কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল(Arjun Ram Meghwal)।” না, কোনও বিরোধী নেতা নয় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হলেন বিজেপির(BJP) বর্ষীয়ান বিধায়ক রাজস্থান(Rajsthan) বিধানসভার প্রাক্তন স্পিকার কৈলাশ চন্দ্র মেঘওয়াল(Kailash Chandra Meghwal)। শুধু তাই নয় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আইনমন্ত্রীকে বহিষ্কার করার আবেদন জানাবেন।

৮৯ বছর বয়স্ক কৈলাশ চন্দ্র মেঘওয়াল ৬ বারের বিধায়ক এবং তিনবারের সাংসদ। ভিলওয়ারার শাহপুরা বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে, মেঘওয়াল বলেন, “এই অর্জুন মেঘওয়াল এক নম্বর দুর্নীতিবাজ। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে যা আজও চলছে। আমি (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদিকে চিঠি দেব তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে। আমি তাকে চিঠি দিয়ে বলব, আপনি যাকে আইনমন্ত্রী করেছেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি যখন অফিসার ছিলেন তখন তিনি লাখ লাখ টাকার দুর্নীতি করেছিলেন এবং এমনকি গরিব ও তফসিলি জাতিকেও ছাড়েননি এবং সবার কাছ থেকে টাকা নিয়েছেন।” কৈলাশ মেঘওয়াল বলেন, দুর্নীতির মামলা থেকে বাঁচতে রাজনীতিতে যোগ দিয়েছিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। আমলা হিসেবে অর্জুন মেঘওয়ালের আগের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, “যখন তিনি কালেক্টর ছিলেন তখন তিনি লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছিলেন এবং এই মামলাগুলি আজও চলছে।” পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “অর্জুন মেঘওয়াল জি এখানে রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলব, যতক্ষণ না তার বিরুদ্ধে দুর্নীতির মামলার নিষ্পত্তি না হয় ততক্ষণ তাকে মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে, রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য অর্জুন মেঘওয়ালকে ২৫ সদস্যের সংকল্প পত্র বা ইশতেহার কমিটির আহ্বায়ক করা হয়েছে বিজেপির তরফে। অর্জুন মেঘওয়াল বর্তমানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক, সংস্কৃতির পাশাপাশি আইন ও বিচার (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী। এই প্রাক্তন আমলা ২০০৯ সালের লোকসভা নির্বাচনের আগে, বিজেপির টিকিটে বিকানের সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version