Saturday, May 3, 2025

সাসপেনশন প্রত্যাহার! লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির সিদ্ধান্তে স্বস্তিতে অধীর

Date:

Share post:

শেষমেশ প্রত্যাহার করা হল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chaudhury) সাসপেনশন (Suspension)। বুধবার সর্বসম্মতিক্রমে কংগ্রেস নেতার সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করল লোকসভার বিশেষাধিকার কমিটি (Privilege Committee)। সেই প্রস্তাব এবার লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে পাঠানো হবে বলে খবর। বুধবার লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির বৈঠকে ডেকে পাঠানো হয় লোকসভা থেকে সদ্য সাসপেন্ড হওয়া অধীর চৌধুরীকে। এদিন লোকসভায় (Loksbha) কংগ্রেসের দলনেতার উপস্থিতিতে বিশেষাধিকার কমিটি স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করে এক প্রস্তাব গ্রহণ করে। সংসদে বাদল অধিবেশনের শেষ দিন মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narrendra Modi) সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্যের করেন অধীর। আর সেকারণেই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড (Suspend) করা হয়েছিল তাঁকে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপি সাংসদ সুনীল কুমার সিংহের নেতৃত্বে বুধবার স্বাধিকাররক্ষা কমিটির বৈঠক শেষে জানানো হয়, অধীর জানিয়েছেন কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। পাশাপাশি, তাঁর মন্তব্যে কেউ আঘাত পেলে তার জন্য তিনি দুঃখিত বলেও জানান বহরমপুরের সাংসদ। এরপরই সর্বসম্মতিতে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে।

গত ১১ অগাস্ট, মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর আচরণের’ অভিযোগে, লোকসভা থেকে অধীর চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। জানা গিয়েছে, মণিপুর পরিস্থিতিনিয়ে প্রধানমন্ত্রী মোদিকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে মন্তব্য করেন অধীর। আর তা নিয়েই বাঁধে গণ্ডগোল।

 

 

 

 

spot_img

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...