শেষমেশ প্রত্যাহার করা হল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chaudhury) সাসপেনশন (Suspension)। বুধবার সর্বসম্মতিক্রমে কংগ্রেস নেতার সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করল লোকসভার বিশেষাধিকার কমিটি (Privilege Committee)। সেই প্রস্তাব এবার লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে পাঠানো হবে বলে খবর। বুধবার লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির বৈঠকে ডেকে পাঠানো হয় লোকসভা থেকে সদ্য সাসপেন্ড হওয়া অধীর চৌধুরীকে। এদিন লোকসভায় (Loksbha) কংগ্রেসের দলনেতার উপস্থিতিতে বিশেষাধিকার কমিটি স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করে এক প্রস্তাব গ্রহণ করে। সংসদে বাদল অধিবেশনের শেষ দিন মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narrendra Modi) সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্যের করেন অধীর। আর সেকারণেই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড (Suspend) করা হয়েছিল তাঁকে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপি সাংসদ সুনীল কুমার সিংহের নেতৃত্বে বুধবার স্বাধিকাররক্ষা কমিটির বৈঠক শেষে জানানো হয়, অধীর জানিয়েছেন কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। পাশাপাশি, তাঁর মন্তব্যে কেউ আঘাত পেলে তার জন্য তিনি দুঃখিত বলেও জানান বহরমপুরের সাংসদ। এরপরই সর্বসম্মতিতে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে।
গত ১১ অগাস্ট, মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর আচরণের’ অভিযোগে, লোকসভা থেকে অধীর চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। জানা গিয়েছে, মণিপুর পরিস্থিতিনিয়ে প্রধানমন্ত্রী মোদিকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে মন্তব্য করেন অধীর। আর তা নিয়েই বাঁধে গণ্ডগোল।
