Saturday, January 31, 2026

সাসপেনশন প্রত্যাহার! লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির সিদ্ধান্তে স্বস্তিতে অধীর

Date:

Share post:

শেষমেশ প্রত্যাহার করা হল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chaudhury) সাসপেনশন (Suspension)। বুধবার সর্বসম্মতিক্রমে কংগ্রেস নেতার সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করল লোকসভার বিশেষাধিকার কমিটি (Privilege Committee)। সেই প্রস্তাব এবার লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে পাঠানো হবে বলে খবর। বুধবার লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির বৈঠকে ডেকে পাঠানো হয় লোকসভা থেকে সদ্য সাসপেন্ড হওয়া অধীর চৌধুরীকে। এদিন লোকসভায় (Loksbha) কংগ্রেসের দলনেতার উপস্থিতিতে বিশেষাধিকার কমিটি স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করে এক প্রস্তাব গ্রহণ করে। সংসদে বাদল অধিবেশনের শেষ দিন মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narrendra Modi) সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্যের করেন অধীর। আর সেকারণেই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড (Suspend) করা হয়েছিল তাঁকে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপি সাংসদ সুনীল কুমার সিংহের নেতৃত্বে বুধবার স্বাধিকাররক্ষা কমিটির বৈঠক শেষে জানানো হয়, অধীর জানিয়েছেন কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। পাশাপাশি, তাঁর মন্তব্যে কেউ আঘাত পেলে তার জন্য তিনি দুঃখিত বলেও জানান বহরমপুরের সাংসদ। এরপরই সর্বসম্মতিতে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে।

গত ১১ অগাস্ট, মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর আচরণের’ অভিযোগে, লোকসভা থেকে অধীর চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। জানা গিয়েছে, মণিপুর পরিস্থিতিনিয়ে প্রধানমন্ত্রী মোদিকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে মন্তব্য করেন অধীর। আর তা নিয়েই বাঁধে গণ্ডগোল।

 

 

 

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...