জমজমাট পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘রাখি বন্ধন’ উৎসব

রাজ্য জুড়ে আজ সর্বত্র পালিত হচ্ছে সম্প্রীতির ‘রাখি বন্ধন’ উৎসব। এই উপলক্ষ্যে বুধবার সকালে নেতাজি ইন্ডোরে উপস্থিত হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁকে রাখি পরিয়ে দেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ঝুলন গোস্বামীরা। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ মানবিকতার বন্ধনে আবদ্ধ হল বাংলার ক্রীড়া এবং সংস্কৃতি জগৎ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা। ছিলেন দীপেন্দু বিশ্বাস, তিতাস সাঁধু, দোলা ব্যানার্জি, দিব্যেন্দু বড়ুয়া, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, কুন্তলা ঘোষ দস্তিদার, শান্তি মল্লিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল, মহমেডান ক্লাবের প্রতিনিধি রাজু আহমেদ এবং শান্তিরঞ্জন দাশগুপ্ত।