Saturday, January 10, 2026

যৌনকর্মীদের পুজোয় মুখ এবার যৌনকর্মীরাই!রাখিবন্ধনের দিনেই পুজোর ঢাকে কাঠি

Date:

Share post:

আর মাস দেড়েকের অপেক্ষা। শারদোৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। শহরের আনাচে-কানাচে বিভিন্ন পুজো কমিটির ব্যানারে-পোস্টারে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে দেখা যাবে সেলিব্রিটিদের ছবি। সোনাগাছির পুজোই বা কেন ব্রাত্য থাকবে? তাই যৌনকর্মীদের পুজোয় মুখ এবার যৌনকর্মীরাই! সোনাগাছির পুজোর প্রচারে এবার যৌনকর্মীরাই। যাঁদের পুজো, ব্র্যান্ড অ্যাম্বাসডরও তাঁরাই।তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ‘অর্জুনপুর আমরা সবাই’ পুজো কমিটির মহিলা সদস্যরা।ওই পুজো কমিটির সদস্য মৌসুমী বললেন, হয়তো অনেকে নাক উচুঁ মনোভাব দেখিয়েছেন ।কিন্তু আমরা নিজেদের ধন্য মনে করছি দিদিদের পুজোর পাশে দাঁড়াতে পেরে।

এদিন উপস্থিত সবাইকে রাখি পরিয়ে স্বাগত জানান পুজোর উদ্যোক্তারা। বুধবার ৩০ অগাস্ট রাখিবন্ধন উৎসবের দিন সোনাগাছিতে দুর্গাপুজোর খুঁটিপুজো হল। উদ্বোধন হল ফ্লেক্স আর ব্যানারের।উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, মদন মিত্র সহ বিশিষ্টরা।শশী পাঁজা বলেন, এখানকার পবিত্র মাটি দিয়েই প্রতিমা গড়া হয়। দুর্বার তো এদের পাশে আছেই, রাজ্য সরকারওেদের জন্য মানবিক হাত বাড়িয়ে দিয়েছে। আজকে রাখি বন্ধনের পবিত্র দিনে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল।মদন মিত্র বলেন, সমাজ এদের ব্রাত্য করে রাখলেও, এখানকার মাটি ছাড়া প্রতিমা তৈরি হয় না। এই ট্রাডিশন চলছে।  দুর্বারের সভাপতি বিশাখা লস্কর বলেন, ‘সব পুজোর প্রচার হয় শহরজুড়ে পোস্টার ব্যানার দিয়ে। আমাদের সামর্থ্য অভিজ্ঞতা থেকে মনে হল এভাবেই আত্মপ্রকাশ করা উচিত। যারা আমাদের পাশে থাকেন আছেন থাকবেন সবাইকেই ধন্যবাদ জানাই’।

শহরের বিভিন্ন জায়গায় এবার পুজোর প্রচারে দেখা যাবে দুর্বারের দুর্গাদের। সমাজকে ‘বার্তা’ দিতেই এবার তাই সোনাগাছির পুজোর উদ্যোক্তা যৌনকর্মী নিজেরাই নিজেদের পুজোর মুখ হলেন।

 

 

spot_img

Related articles

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...