Monday, May 5, 2025

কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে দুর্গাপুরে যাওয়ার পথে দুর্ঘটনায় সাদার্ন সমিতির কর্তা ও কোচ

Date:

কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ হবে দুর্গাপুরে। দুর্গাপুরে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়লেন সাদার্ন সমিতির কর্তা ও কোচ। গুড়াপের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনা হয়।বিপদজনকভাবে উল্টে যায় সাদার্ন কর্তা ও কোচের গাড়ি। তাঁদের বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর চোট পান সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ।

গাড়ির পিছনে বসেছিলেন সাদার্ন সচিব সৌরভ পাল এবং কোচ রঞ্জন ভট্টাচার্য। ক্লাবের ভাইস প্রেসিডেন্টকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গুরুতর চোট পান সৌরভ পাল ও রঞ্জন ভট্টাচার্যও। গাড়ি থেকে কোনওরকমে বের করা হয় প্রণববাবুকে।  সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল বলেন, ”গুড়াপের কাছে আমাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। আমারও চোট লেগেছিল। আমাকে নিয়ে এই মুহূর্তে চিন্তার বিশেষ কিছু নেই।”

সাদার্নের কোচ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ”বড় অঘটন ঘটতেই পারত। টিম পৌঁছে গিয়েছিল আগেই। দুর্ঘটনায় আমি আর সৌরভদা চোট পেয়েছি। কিন্তু প্রণববাবুর চোট গুরুতর। তাঁকে টেনে হিঁচড়ে বের করতে হয় গাড়ি থেকে। রক্তাক্ত হন প্রণববাবু।  প্রণববাবুর অবস্থা স্থিতিশীল।” সাদার্ন সচিব সৌরভ পাল, রঞ্জন ভট্টাচার্যদের পক্ষে আর দুর্গাপুরে যাওয়া সম্ভব নয়।  আসলে কলকাতা প্রিমিয়ার লিগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে ম্যাচ দেওয়া হয়েছে দুর্গাপুরে। গতকালই সাদার্ন সমিতির দল পৌঁছে গিয়েছিল দুর্গাপুরে।

 

 

Related articles

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...
Exit mobile version