Friday, January 16, 2026

খেলা দেখতে এসে মাঠে অসুস্থ হয়ে মৃ.ত্যু মহামেডান সমর্থকের

Date:

Share post:

খেলা দেখতে গিয়ে মৃত্যু হল এক ফুটবল সমর্থকের। বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মহামেডান স্পোর্টিং বনাম আর্মি রেডের খেলা। সেই ম্যাচ দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হন মহমেডান সমর্থক শেখ সিরাজউদ্দিন। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এদিকে কলকাতা লিগে মহামেডানকে আটকে দিল আর্মি রেড। ময়দানে নিজেদের মাঠে প্রথমবার নৈশালোকে লিগের ম্যাচ খেলল মহামেডান। খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। টানটান উত্তেজনার ম্যাচে পিছিয়ে পড়েও সংযুক্ত সময়ে ডেভিড লালহানসাঙ্গার পেনাল্টি থেকে করা গোলে হার বাঁচাল মহামেডান। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট ডেভিডদের। শেষ দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেই সুপার সিক্স নিশ্চিত মহামেডানের। তবে ম্যাচ শেষে সব কিছু ছাপিয়ে সামনে চলে আসে মর্মান্তিক ঘটনা। ম্যাচ দেখতে এসে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন ৫৬ বছর বয়সি মহামেডান সমর্থক সিরাজউদ্দিন। আইএফএ-র অ্যাম্বুল্যান্সে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খিদিরপুরের বাসিন্দা সিরাজউদ্দিনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান মহামেডান ক্লাব ও আইএফএ কর্তারা।

এদিন উত্তেজক ম্যাচে প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে সাদা-কালো ব্রিগেড। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় আর্মি রেড। গোল করেন ক্রিস্টোফার। এই গোলের পরই রেফারির সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। মহামেডান সমর্থকরা রেফারি কিছু কড়া সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠে বোতল ও ইটের টুকরো ছুঁড়তে থাকে। পুলিশ পরিস্থিতি সামাল দিলেও খেলা প্রায় দশ মিনিট বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে মহামেডান গোল শোধের মরিয়া চেষ্টা করে। খেলার শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে গোল শোধ করে মহামেডান। পেনাল্টি থেকে গোল করেন ডেভিড।

আরও পড়ুন:বড় ঘোষণা বিসিসিআইয়ের, বোর্ডের মিডিয়া স্বত্ত্ব পেল রিল্যায়েন্সের সহযোগী সংস্থা

 

 

spot_img

Related articles

বাংলায় বলায় ‘বাংলাদেশি’ তকমা, মুর্শিদাবাদের যুবককে ঝাড়খণ্ডে খুনের প্রতিবাদে উত্তাল বেলডাঙ্গা

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার যুবককে বাংলাদেশি তকমা! ঘর থেকে উদ্ধার আলাউদ্দিন শেখ (Alauddin Shaikh) নামে মুর্শিদাবাদের...

বাড়ল এসআইআরে অভিযোগ জমা নিষ্পত্তির সময়সীমা 

বাংলার শাসকদলের (TMC) অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। এসআইআরের (SIR) জন্য নির্ধারিত সময়সীমা যে যথেষ্ট নয় তা বুঝে...

আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন 

শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার...

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে আজ পশ্চিম মেদিনীপুরে অভিষেক, সভায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে সেবাশ্রয় পৌঁছে গেছে নন্দীগ্রামে। বৃহস্পতিবার সেখানে স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর শুক্রবার পশ্চিম মেদিনীপুরে 'রণসংকল্প...