এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতদের সর্তকবার্তা অশ্বিনের

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন," পাকিস্তান এখন খুব ভালো দল। ওদের হারানো সহজ হবে না। যদি বাবর আজম ও মহম্মদ রিজওয়ান

শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। আগামী শনিবার  পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে রোহিত শর্মাদের সর্তক করলেন দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনারের মতে, পাকিস্তানের ক্রিকেটারেরা যে ছন্দে রয়েছেন তাতে তাঁদের হারানো সহজ হবে না। তারজন্য রোহিত-বিরাটকে সেরা ক্রিকেট খেলতে হবে।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন,” পাকিস্তান এখন খুব ভালো দল। ওদের হারানো সহজ হবে না। যদি বাবর আজম ও মহম্মদ রিজওয়ান নিজেদের ছন্দে খেলে তাহলে পাকিস্তান যে কোনও দলকে হারাতে পারে। এশিয়া কাপে তাই রোহিতদের নিজের সেরা খেলাটা খেলতে হবে।”

এরপরই  অশ্বিন আরও বলেন,” পাকিস্তানের পেস আক্রমণও বেশ ভয়ঙ্কর। বছরের পর বছর ধরে ভালো পেসার উঠে আসে পাকিস্তানে। গতির পাশাপাশি পেসারদের বলে বৈচিত্রও আছে ওদের। তাই ভারতের ব্যাটারদের সতর্ক থাকতে হবে। ভারতের ইনিংসের শুরুটা কঠিন হবে। মাঝে একটা সময় পাকিস্তানের ফর্ম খারাপ ছিল। কিন্তু এখন বিশ্বের অনেক টি-২০ লিগে পাকিস্তানের ক্রিকেটারেরা খেলে। পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও ওরা খেলে। তাই অভিজ্ঞতাও বেড়েছে ওদের। সেটা কাজে লাগিয়েই ওরা এখন বিশ্বের এক নম্বর দল।”

আরও পড়ুন:ডুরান্ডের ফাইনালে কাকে চাইছেন কুয়াদ্রাত? কী বলছেন লাল-হলুদ কোচ?