Saturday, November 8, 2025

প্রধানমন্ত্রীর মুখ INDIA-ই, জলসায় দাঁড়িয়ে বিগ-বি-কে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার

Date:

Share post:

ফের বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুম্বইয়ে জলসা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনেক আগেই অমিতাভজিকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল। আমার হাতে থাকলে এক সেকেন্ডে দিয়ে দিতাম। ওরা না দিলে কী হবে ভারতবর্ষের মানুষের কাছে অমিতাভ বচ্চন ভারতরত্নই। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এর আগে অনেকবার মুম্বই এসেছি। কিন্তু এই প্রথমবার অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ হল। তাও আবার রাখির দিনে। আমি অমিতজিকে রাখি পরিয়েছি। জয়াজি-সহ অভিষেক, ঐশ্বর্য, তাদের কন্যা আরাধ্যা ও অমিতজির কন্যা শ্বেতাকেও রাখি পরিয়েছি। এই শুভ দিনে এই পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে সত্যি আপ্লুত। আমি মনে করি বচ্চন পরিবার দেশের এক নম্বর পরিবার। আমি অমিতজি-সহ গোটা পরিবারকে বাংলার দুর্গাপুজো ও বাংলার চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানিয়েছি। মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের আন্তর্জাতিক এই উৎসবে শাহরুখ খান থাকেন, এবার সলমন খান থাকবেন। অনিল কাপুর যাবেন, মহেশ ভাটজি যাবেন।

আরও পড়ুনঃ সব খেলার সেরা… গাইলেন মমতা, স্মৃতিমেদুর জয়া বচ্চনও

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর মুখ ‘ইন্ডিয়া’ই। আমরা দেশকে বাঁচাতে চাই। প্রধানমন্ত্রীর মুখ কে হবে সেটা বড় কথা নয়। সেইসঙ্গে নাম না করে বিজেপিকে কটাক্ষও করেছেন নেত্রী। তিনি বলেন, আগে প্রচুর দাম বাড়িয়ে এখন ভোটের আগে ২০০ টাকা গ্যাসের দাম কমাচ্ছে! দেশের মানুষ সব বোঝেন। এদিন ইসরোর বিজ্ঞানীদেরও রাখির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রবাসীকেও। তাঁর সংযোজন, আমি এখানে বেশি কিছু বলব না। আগামিকাল নৈশভোজ। পরশু ইন্ডিয়ার বৈঠক। সেখানেই সব আলোচনা হবে।

তিনি বাংলার জামাই। আসমুদ্রহিমাচল এখনও তাঁর অভিনয়ে বুঁদ। আট থেকে আশি সকলের প্রিয়। বিগ-বি। অমিতাভ বচ্চন। তাঁর স্ত্রী বাংলার মেয়ে জয়া বচ্চনও ভারতীয় সিনেমার উজ্জ্বল নক্ষত্র। সাংসদও বটে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই দু’জন ছাড়া যেন ফিকে মনে হয়। সেই অমিতাভ-জয়ার আমন্ত্রণে মুম্বই পৌঁছেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থেকে সোজা গেলেন ‘জলসায়’। দিনটি রাখির দিন হওয়াতে স্বাভাবিকভাবেই বিগ-বি-কে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাখি পরে আবেগাপ্লুত শাহেনশাহও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জয়া বচ্চনও তাঁর প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে টেনে নিলেন।আজ বুধবার কলকাতা থেকে মুম্বই পৌঁছে ঠিক ৫টা ২ মিনিটে জলসায় অমিতাভ-জয়ার বাংলো জলসায় পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রাথমিক কথা-বার্তার পর রাখি পরানোর পর্ব মিটিয়ে সকলে মেতে ওঠেন গল্প-গুজবে। অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের জন্য বাংলা থেকে নিয়ে যাওয়া উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল বাংলার মিষ্টি। বচ্চন পরিবারের তরফেও মমতা বন্দ্যোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই সপরিবার জয়া বচ্চন তাঁকে সাদর অভ্যর্থনা জানান। ছিলেন অমিতাভপুত্র অভিষেক বচ্চন, ঐশ্বর্য্য রাই বচ্চন, ও তাঁদের কন্যা আরাধ্যা। ছিলেন অমিতাভ-জয়ার কন্যা শ্বেতাও। জয়া নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। আরাধ্যাকে দেখে অত্যন্ত খুশি হন মুখ্যমন্ত্রী। তাঁর গাল টিপে আদরও করে দেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলে মিলে ভিতরে নিয়ে যান। যেখানে অপেক্ষা করছিলেন স্বয়ং বিগ-বি অমিতাভ বচ্চন। রাখি পরানো, আলাপচারিতার মাঝখানেই চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অমিতাভজি আপনাকে ছাড়া আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হতেই পারে না। জয়াজিকেও আসতে হবে। আপনারা আমাদের পরিবারের মানুষ। গোটা ভারতবর্ষের মতো বাংলার মানুষও মুখিয়ে থাকে আপনাদের দেখার জন্য। আপনাদের মুখ থেকে দুটো কথা শোনার জন্য।

spot_img

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...