Saturday, August 23, 2025

সুতপার খু.নির সর্বোচ্চ সা.জা, নিস্তব্ধ আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা!

Date:

জন্মানোর পর যে মেয়েকে নিজের হাতে হাসপাতাল থেকে বাড়ি এনেছিলেন, সেই মেয়েকে চোখের সামনে চিতার আগুনে পুড়ে যেতে দেখেছিলেন স্বাধীন চৌধুরী (Swadhin Chowdhury)। তিনি সুতপার হতভাগ্য বাবা। প্রাক্তন বান্ধবী সুতপা চৌধুরীকে(Sutapa Chowdhury) কুপিয়ে নৃশংস খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ‘প্রেমিক’ সুশান্তকে বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এদিন স্পষ্ট উচ্চারণে এক নিঃশ্বাসে রায় পড়ে শোনাচ্ছিলেন বিচারক। ঠিক সেই সময়েই এজলাসে তীব্র আর্তনাদ। নিস্তব্ধতার বাঁধ ভেঙে বেরিয়ে এল দুটো শব্দ ‘সুতপা… সুতপা মা…’, মেয়ের অপরাধী আজ সর্বোচ্চ শাস্তি পেয়েছে হাহাকার আর কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের বহরমপুরকাণ্ডে নিহত তরুণীর বাবা স্বাধীন চৌধুরী (Swadhin Chowdhury)।

২০২২ সালের ২ মে ভরসন্ধ্যায় গোরাবাজারে একটি মেসের সামনে খুন হন বহরমপুরের গার্লস কলেজের প্রাণিবিজ্ঞানের ছাত্রী সুতপা। হাড়হিম করা সেই ঘটনা দৃশ্যে কেঁপে উঠেছিলেন স্থানীয়রা, ভিডিও ভাইরাল হওয়া মাত্রই গোটা ঘটনা অবিশ্বাস্য মনে হয়েছিল নেট দুনিয়ার বাসিন্দাদের। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে ক্ষতবিক্ষত করা হয় সুতপাকে। স্থানীয়রা সেদিন সুতপাকে বাঁচানোর সাহস কেউ দেখাননি। কারণ, তত ক্ষণে হাতে থাকা ‘পিস্তল’ উঁচিয়ে ধরেছেন সুশান্ত। মেসের পাঁচিল টপকে পালিয়ে গিয়েও নিজেকে বাঁচাতে পারেননি। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই সামশেরগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার হন সুশান্ত। পরে আদালতে খুনের কথা কবুলও করেন তিনি। খুনের ঘটনার আড়াই মাসের মাথায় বহরমপুর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন), ২০১ ধারায় সাক্ষ্যপ্রমাণ লোপাট, ২৮এ ধারায় শুরু হয় বিচার প্রক্রিয়া। আজ সর্বোচ্চ সাজা ঘোষণা হল আদালতে। সুতপার বাবা আদালত থেকে বেরিয়ে বলেন, ‘‘আমার মেয়ের আত্মা আজ শান্তি পাবে। এই ধরনের ঘটনায় মৃত্যুদণ্ড না হলে আবার অন্য কারও সঙ্গে ঘটতে পারত।’’

 

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version