Sunday, May 4, 2025

চাঁদের বুকে নানা রকমের কীর্তিকলাপ ঘটিয়ে চলেছে রোভার প্রজ্ঞান (Progyan)। কখনও অনায়াসে গর্ত টপকে যাচ্ছে, কখনও আবার যেখানে সেখানে আচমকা থমকে যাচ্ছে। নানা মুহূর্তের ছবি ইসরোর(ISRO )তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই কমেন্টের বন্যা। কিন্তু এবার এক অদ্ভুত কান্ড। চাঁদের পিঠে চক্রাকারে ঘুরছে প্রজ্ঞান (Rover Pragyan)। ব্যাপারটা কী ? পাকচক্রে প্রজ্ঞান!আসলে ইসরোর ভিডিওতে নানা রূপে ধরা দিয়েছে ভারতের রোভার। যার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও দিয়েছেন গবেষকরা।

এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। এরপরই বিকল হয়ে যাবে বিক্রম ও প্রজ্ঞান। এখনও পর্যন্ত চাঁদের অজানা প্রান্তের ছবি, ভিডিও এবং চাঁদের মাটির নানা খনিজের সন্ধান দিয়েছে মহাকাশযান। বৃহস্পতিবার একদম অন্য রূপে প্রজ্ঞানের কীর্তি তুলে ধরেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সেখানে দেখা যাচ্ছে চাঁদের ধূসর মাটিতে প্রজ্ঞানকে ঘুরতে দেখা গিয়েছে। প্রথমে ঘড়ির কাঁটার দিকে এক পাক ঘুরে কিছু দূর সামনের দিকে এগিয়েছে প্রজ্ঞান। তার পর দাঁড়িয়ে আবার এক পাক ঘুরেছে। এক ঝলকে দেখলে মনে হবে যন্ত্রটি বিকল হয়ে গেছে। কিন্তু ইসরো জানিয়েছে, বেঙ্গালুরুর অফিস থেকে রোভারটিকে ঘোরানো হয়েছিল। নিরাপদ পথ খুঁজতেই এ ভাবে আবর্তিত হয় প্রজ্ঞান। দূরে দাঁড়িয়ে রয়েছে বিক্রম। যেন মা চোখের সামনেই তার সন্তানের দুষ্টুমি দেখছে- অনেকটা এভাবেই ঘটনাকে ব্যাখ্যা করেছে ইসরো( Indian Space Research Organisation)।

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version