Monday, August 25, 2025

চাঁদের বুকে নানা রকমের কীর্তিকলাপ ঘটিয়ে চলেছে রোভার প্রজ্ঞান (Progyan)। কখনও অনায়াসে গর্ত টপকে যাচ্ছে, কখনও আবার যেখানে সেখানে আচমকা থমকে যাচ্ছে। নানা মুহূর্তের ছবি ইসরোর(ISRO )তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই কমেন্টের বন্যা। কিন্তু এবার এক অদ্ভুত কান্ড। চাঁদের পিঠে চক্রাকারে ঘুরছে প্রজ্ঞান (Rover Pragyan)। ব্যাপারটা কী ? পাকচক্রে প্রজ্ঞান!আসলে ইসরোর ভিডিওতে নানা রূপে ধরা দিয়েছে ভারতের রোভার। যার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও দিয়েছেন গবেষকরা।

এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। এরপরই বিকল হয়ে যাবে বিক্রম ও প্রজ্ঞান। এখনও পর্যন্ত চাঁদের অজানা প্রান্তের ছবি, ভিডিও এবং চাঁদের মাটির নানা খনিজের সন্ধান দিয়েছে মহাকাশযান। বৃহস্পতিবার একদম অন্য রূপে প্রজ্ঞানের কীর্তি তুলে ধরেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সেখানে দেখা যাচ্ছে চাঁদের ধূসর মাটিতে প্রজ্ঞানকে ঘুরতে দেখা গিয়েছে। প্রথমে ঘড়ির কাঁটার দিকে এক পাক ঘুরে কিছু দূর সামনের দিকে এগিয়েছে প্রজ্ঞান। তার পর দাঁড়িয়ে আবার এক পাক ঘুরেছে। এক ঝলকে দেখলে মনে হবে যন্ত্রটি বিকল হয়ে গেছে। কিন্তু ইসরো জানিয়েছে, বেঙ্গালুরুর অফিস থেকে রোভারটিকে ঘোরানো হয়েছিল। নিরাপদ পথ খুঁজতেই এ ভাবে আবর্তিত হয় প্রজ্ঞান। দূরে দাঁড়িয়ে রয়েছে বিক্রম। যেন মা চোখের সামনেই তার সন্তানের দুষ্টুমি দেখছে- অনেকটা এভাবেই ঘটনাকে ব্যাখ্যা করেছে ইসরো( Indian Space Research Organisation)।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version