Thursday, December 4, 2025

নর্থইস্ট ম‍্যাচে মারাত্মক অভিযোগ ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে, কী ঘটেছিল?

Date:

Share post:

এবার বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ভারতীয় ফুটবলে। বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জেরে উত্তাল ভারতীয় ফুটবল। অভিযোগ, মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ চলাকালীন কিছু লাল-হলুদ সমর্থক বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন নর্থইস্ট সমর্থকদের উদ্দেশ্যে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছে নর্থইস্ট। সমর্থকদের পাশে দাঁড়িয়ে লাল-হলুদ সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করা হয় সেই টুইটে। এই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ। বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গলও।

এই নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ টুইটারে লেখেন, “এমন খবর শুনে আমি মর্মাহত। বর্ণবিদ্বেষমূলক কোনও মন্তব্য করলে ছাড় দেওয়ার কোনও প্রশ্নই নেই। আমরা এই ব্যাপারটাকে দেখছি। এই ধরনের প্রবণতা যতটা সম্ভব কমাতে হবে। তারজন্য যা যা করতে হয়, করতে হবে।”  ইস্টবেঙ্গলও টুইট করে জানিয়ে দেয়, বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ একেবারেই সঠিক নয়।

যদিও এখনও পর্যন্ত ডুরান্ড কমিটির কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে ডুরান্ডের আয়োজক কমিটির শাস্তির কি নিদান দেবে, সেদিকেই আগ্রহ ফুটবল মহলের।

ঘটনাটা কী ঘটেছিল ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ম‍্যাচে?সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ছিল নর্থইস্ট। ৭৩ মিনিটে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। যদিও আত্মঘাতি গোলে ব্যবধান কমায় কার্লোস কুয়াদ্রাতের দল। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান নন্দকুমার। টাইব্রেকারে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। অভিযোগ সেই সময় নর্থ-ইস্ট সমর্থকদের কটূক্তি করা হয়। আর এরপরই টুইটে বিবৃতি দায়ে জানায় নর্থইস্টও। সেই ট্যুইট দেখেই নড়েচড়ে বসে এআইএফএফ।

আরও পড়ুন:আজ ডুরান্ডের সেমিফাইনালে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ এফসি গোয়া

 

 

spot_img

Related articles

শারীরিক প্রতিবদ্ধকতাকে হারিয়ে সফল দাবা প্রশিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন যুধাজিৎ

শারীরিক প্রতিবদ্ধকতাকে হেলায় হারাচ্ছেন মগাজাস্ত্রের চালে। দৃষ্টিহীন হয়েও দাবার প্রতি ভালোবাসা কমেনি উত্তরপাড়ার যুধাজিৎ দে-র(Judhajit Dey )।  নিজে...

ভাঙন রোধে ১৫০০ কোটির পরিকল্পনায় ভ্রুক্ষেপ নেই, হয়নি ড্রেজিং: কেন্দ্রকে ফের দুষলেন মুখ্যমন্ত্রী

বারবার জানানো সত্ত্বেও আজও ফরাক্কায় ড্রেজিং হয়নি। যার ফলে গঙ্গাভাঙনে ভিটে-মাটি খোয়াতে হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদের বাসিন্দাদের। শুধু...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়: নাম না করে হুমায়ুনকে নিশানা মমতার, বহরমপুরের সভায় সম্প্রীতির বার্তা

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক...