জোহানেসবার্গের বহুতলে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গের (Johannesburg) একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে অন্যদিকে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয় পুর প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বহুতলে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। তাঁরা আগুন নেভানোর পাশাপাশি জোরকদমে উদ্ধারকাজও শুরু করে। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকাজ। দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্য রাতে ওই বহুতলে আগুন লেগে যায়। তবে ওই বহুতলের ভিতরে যাঁরা ছিলেন তাঁদের সরিয়ে আনার কাজ জোরকদমে শুরু করেছেন উদ্ধারকারীরা। পাশাপাশি চলছে আগুন নেভানোর কাজও।

শেষ পাওয়া খবর অনুযায়ী ওই বহুতলের আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ওই বহুতল থেকে এখনও কালো ধোঁয়া বেরচ্ছে বলে খবর। তবে কীভাবে ওই বহুতলে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

 

 

 

 

Previous articleআজ দু’দিনের INDIA জোটের হাইভোল্টেজ বৈঠক, রাজনৈতিক মহলের নজর মুম্বইয়ে
Next articleফের যোগীরাজ্য! বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দলিত অধ্যাপিকাকে মা.রধর ও শ্লী.লতাহানি