Sunday, August 24, 2025

বঞ্চনার জবাব দেবেন শ্রমিকরাই, কেন্দ্রকে আ.ক্রমণ করে ধূপগুড়ির প্রচারে ঝড় তুলল তৃণমূল

Date:

চা-শ্রমিকদের প্রতি কেন্দ্রের বঞ্চনা। এর জবাব দেবেন শ্রমিকরাই। বুধবার ধূপগুড়ির উপনির্বাচনের প্রচারে গিয়ে এভাবেই কেন্দ্রকে বিঁধলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

পাশাপাশি এদিন উপনির্বাচনের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের প্রচারে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষও। ভোটে বিজেপির নোংরা রাজনীতির প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, এবারও করবে। তাই ভোটারদের তিনি নিদান দেন যদি বিজেপি টাকা দেয় তাহলে সেই টাকাটা নিয়ে নেবেন আর ভোট টা তৃণমূলকেই দেবেন। কারণ এই টাকা আপনাদেরই টাকা। আপনার আমার ট্যাক্সের টাকা। গ্যাসের টাকা, পেট্রোলের টাকা, ডিজেলের টাকা ওষুধের টাকা যা বিজেপি দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে।

বিজেপি কে কড়া ভাষায় আক্রমণ করে সায়নী আরও বলেন, গ্যাসের দাম কমিয়ে ফের রাজনৈতিক খেলায় নেমেছে বিজেপি। নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন গত পাঁচ বছর ধরে ক্রমাগত সমস্ত জিনিসের দাম বাড়িয়ে এখন লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কমিয়ে বৈতরণী পার হতে চাইছে। এছাড়াও কেন্দ্রীয় আবাস যোজনার নাম বদল, রাস্তার নাম বদল নিয়েও বিধতে ছাড়েননি তিনি। সরাসরি অভিযোগ করে বলেন আবাস যোজনার জন্য রাজ্য সরকার ৪০ শতাংশ টাকা দেয় তাহলে ওই আবাস যোজনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে কেন? সব শেষে তিনি সকলের উদ্দেশে বলেন, বিজেপি মানুষে মানুষে বিভাজনের রাজনীতি করে, হিংসার রাজনীতি করে তাদের যেন মানুষ ভোট না দেন। এদিন বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা-বাগানে গিয়েছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রার্থীর পাশাপাশি বাগানশ্রমিকদেরও রাখি পরান তিনি।

প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। আর এক সপ্তাহ বাকি নেই। ইতিমধ্যেই উপনির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, ধূপগুড়ির উপনির্বাচনে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। জানা গিয়েছে, প্রথমে ঠিক ছিল ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই থাকবে। তবে পরে আরও বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন- এসএমএসে নিয়োগ মামলায় দুই মামলাকারীকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর

 

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version