Saturday, November 8, 2025

আজ ডুরান্ডের সেমিফাইনালে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ এফসি গোয়া

Date:

Share post:

আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ এফসি গোয়া। বৃহস্পতিবার গোয়ার বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান কোচ জুয়ান ফেরান্দো। ম‍্যাচের আগের দিন ড্রেসিংরুমে এফসি গোয়ার শেষ ম‍্যাচ নিয়ে চলে তাদের কাঁটাছেড়া। গোয়ার বিরুদ্ধে দুটি পরিবর্তন আনতে পারেন জুয়ান। বদলাতে পারেন রননীতিও।

প্রথম সেমিফাইনাল জিতে ডুরান্ড কাপের ফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে এফসি গোয়াকে হারালেই ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি। আগের ম্যাচে শেষ আটের লড়াইয়ে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে স্মরণীয় জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মোহনবাগান। বরং সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্কতা সবুজ-মেরুন ড্রেসিংরুমে।

প্রায় পুরো দলই হাতে পাচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল চোট সারিয়ে বুধবার বিকেলে পুরোদমে অনুশীলন করেছেন। মাত্র তিনদিনের ব্যবধানে দু’টি কঠিন ম্যাচ খেলতে হচ্ছে মেরিনার্সদের। সামনে এএফসি কাপের ম্যাচ। তাই চোট-আঘাত এড়াতে সতর্কতা হিসেবে দলে দু-একটি পরিবর্তন হতে পারে। রণনীতিতেও বদল হতে পারে।

মোহনবাগান কোচ অবশ্য গোয়া ম্যাচকে এএফসি কাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন। এই নিয়ে জুয়ান বলেন, “মুম্বইয়ের মতো গোয়াও ভাল দল। ওদের নতুন কোচ। নোয়া, সন্দেশ, কার্ল ম্যাকহিউ, বরিস, উদান্তর মতো খেলোয়াড় আছে। ফলে ওদের গুরুত্ব দিতেই হবে। তবে আমরা এটাকে এএফসি কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছি। বিভিন্ন কারণে প্রাক-মরশুম প্রস্তুতি ভাল হয়নি। মুম্বইকে হারালেও অনেক জায়গায় উন্নতি করতে হবে। চোট-আঘাত বাঁচিয়ে ফাইনালে উঠতে চাই। তাই দলে কিছু বদল হতে পারে।”

মুম্বইকে হারিয়েছে বলে গোয়াকেও হারাবে দল, এমনটা ভাবতে রাজি নন জুয়ান। স্প্যানিশ কোচের পুরনো ক্লাব। গোয়ার ম্যাচগুলো দেখেছেন জুয়ান। সেই অনুযায়ী রণকৌশল তৈরি করছেন। অস্ট্রেলীয় বিশ্বকাপার ক‍্যামিন্স আবার রাখঢাক না রেখে মোহনবাগানকেই এই মুহূর্তে ভারতের সেরা দল বলে দিলেন। তাঁর কথায়, “আমরা এই মুহূর্তে ভারতের সেরা দল। যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি। এএফসি কাপ এবং আইএসএলের আগে একটা ট্রফি জিতলে মনোবল বাড়বে।”

ম‍্যাচ নিয়ে বলেন,” গোয়ার খেলা এবার আমি দেখিনি। ফলে বলতে পারবো না ওরা কতটা শক্তিশালী কতটা দুর্বল। গোল করাটা আমার কাজ। গোল করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি এখনও নিজের সেরা খেলাটা খেলতে পারিনি। আমি সেরাটা দেওয়ার জন‍্য যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করব।

আরও পড়ুন:মহারাজের পরিবারে খুশির খবর, অর্থনীতিতে স্নাতক হলেন সানা

 

 

 

 

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...