Wednesday, May 7, 2025

রাশিয়ার(Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin) আগেই জানিয়ে দিয়েছেন আগামী সপ্তাহে জি ২০ শীর্ষ সম্মেলনে(G-20 Summit) যোগ দিতে নয়াদিল্লি(New Delhi) আসছেন না তিনি। এবার চিনের(China) প্রেসিডেন্ট শি জিনপিং-এরও(Xi Jinping) ভারতে আসা অনিশ্চিত বলে জানা যাচ্ছে। সরকারিভাবে চিনের তরফে এবিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও চিনের এক ভারতীয় কূটনীতিক সূত্রে জানা যাচ্ছে এমনই। সেক্ষেত্রে জিনপিং-এর পরিবর্তে এই সম্মেলনে যোগ দিতে পারেন চিনের প্রিমিয়র লি কিয়াং।

আগামী মাসে দিল্লিতে আয়োজিত এই জি ২০ সম্মেলনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। কারণ মনে করা হচ্ছিল, এই সম্মেলনেই জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং-এর মতো বিশ্বের শক্তিশালী সকল রাষ্ট্রপ্রধানরা এসে উপস্থিত হতে চলেছেন। যদিও রাশিয়ার রাষ্ট্রপ্রধানের পর এবার চিনের রাষ্ট্রপ্রধানও উপস্থিত হচ্ছেন না বলে জানা যাচ্ছে। তবে জিনপিং আসছেন বলে ধরে নিয়ে নয়াদিল্লির ‘তাজ প্যালেস’-এ থাকাখাওয়ার এলাহি বন্দোবস্ত করা হয়েছিল সরকারের তরফে। তবে হঠাৎ তাঁর মত পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলের অনুমানে উঠে আসছে অন্যদিক।

রাজনৈতিক মহলের তরফে অনুমান করা হচ্ছে, গত সপ্তাহের ব্রিকস সামিটে চিন ও ভারতের শীর্ষ নেতাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে, তার জেরে এই সিদ্ধান্ত হতে পারে। কারণ সেখানে প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে শি জিনপিংকে জানিয়ে দেন যে, লাদাখে শান্তি ফেরাতে দুই দেশকেই তৎপর হতে হবে। পরিস্থিতি শান্ত করতে চিনের কী দায়িত্ব, সেটাও বলে দেন তিনি। এর পরেই আবার গতকাল, বুধবারই জানা যায়, চিনের নয়া মানচিত্রে অরুণাচলকে ‘নিজেদের’ বলে দাবি করেছে চিন। এই নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বেজিংয়ের আচরণের নিন্দা করে বলেছেন, “বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ভুলভাল দাবি করলেই সেটা সত্যি হয় না। অরুণাচল ভারতেরই থাকবে।”
এই পরিস্থিতিতে এ কথা দিনের আলোর মতো স্পষ্ট, যে গালোয়ান পরবর্তী সময়ে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এই অবস্থায় জি ২০ সম্মেলেন শি জিনপিংয়ের উপস্থিতি আলাদা মাত্রা নেওয়ার কথা ছিল, যা আর সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version