Wednesday, November 12, 2025

রবিবার ফের ডার্বি, টিকিট চাহিদা তুঙ্গে, ইস্ট-মোহন সমর্থকদের লম্বা লাইন

Date:

আগামী রবিবার ফের ডার্বির মহারণ। ডুরান্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়েন্ট। আর এই ম‍্যাচ ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। চাহিদা তুঙ্গে টিকিটেরও। গ্রুপ পর্বের বদলা নিতে তৈরি  মোহনবাগান। অন্যদিকে টানা পঞ্চম ম্যাচ জিতে ডুরান্ড কাপ ঘরে তুলতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গলও। আর এই ম‍্যাচকে ঘিরেই শুক্রবার সকাল থেকেই ময়দানে টিকিটের লম্বা লাইন।

ফাইনালের প্রতিপক্ষকে মেপে নিতে বৃহস্পতিবার এফসি গোয়া বনাম মোহনবাগান ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহকারি দিমাস দেলগার্ডো। বৃহস্পতিবার ম্যাচ শেষ হতেই টিকিট নিয়ে খোঁজ খবর করতে শুরু করে দেন সমর্থকরা। কবে থেকে শুরু হবে, কোথায় পাওয়া যাবে। সমর্থকদের দাবিকে মান্যতা দিতে এবার ডুরান্ড কমিটি অপেক্ষা করেনি ফাইনালের টিকিট নিয়ে। গ্রুপস্তরে ডার্বির টিকিট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল এবার আর সেটা হয়নি। ফাইনালে মোহনবাগানের টিকিট পাকা হতেই ডুরান্ড কমিটি ফাইনালের টিকিটের ঘোষণা করে দিয়েছে। কোথায় কখন পাওয়া যাবে ফাইনালের টিকিট।

রবিবার দুপুর চারটের সময় শুরু হবে ডুরান্ড কাপ ফাইনাল। তার আগে পর্যন্ত পাওয়া যাবে টিকিট। তবে গত ডার্বির মত এবারের ডার্বিতেও অনলাইনে টিকিট মিলবে না। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব থেকে মিলবে টিকিট। শুক্রবার থেকেই টিকিটের লাইন দিয়েছেন দুই প্রধানের সমর্থকরা। ডার্বির টিকিট বিক্রি শুরু ১ সেপ্টেম্বর থেকে। ১ ও ২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি হবে ডুরান্ডের টিকিট। ৩ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিক্রি হবে টিকিট। আগে এলে আগে পাওয়া যাওয়ার ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে। দুই ক্লাব থেকে টিকিট বিক্রির সময় এক।

আরও পড়ুন:শনিবার ভারত-পাক, রবিবার ডার্বি, জমজমাট সেপ্টেম্বরের প্রথম উইকেন্ড

 

 

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version