Thursday, August 28, 2025

ভাদ্রের ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। চড়া রোদের চোখ রাঙানিতে হাঁসফাঁস অবস্থা ছোট থেকে বড় সকলেরই। এরইমধ্যে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে চলেছে দক্ষিণবঙ্গে। ফলে শনিবার থেকেই আহহাওয়ার পরিবর্তন হতে চলেছে। উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের ‘উপাচার্যহীন’ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালই উপাচার্য! বিরোধিতা করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি হলেও দক্ষিণবিওঙ্গে তেমনভাবে ব্ষ্টি কোথাও হয়নি বললেই চলে। এদিকে বাড়ছে তাপমাত্রার দাপট। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে হাওয়া অফিস সূত্রে খবর, রবি ও সোমবার পাল্টাবে আবহাওয়ার রূপ। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
কলকাতার মতো দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ অর্থাৎ শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাত। শনিবারও একই ছবি দেখা যাবে। রবি ও সোম বৃষ্টির দাপট বেশি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে,মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখার পূর্বের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে।

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version