Saturday, January 10, 2026

শনিবার ভারত-পাক, রবিবার ডার্বি, জমজমাট সেপ্টেম্বরের প্রথম উইকেন্ড

Date:

Share post:

আগামিকাল এশিয়া কাপের মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। আর রবিবার মহা ডার্বি। ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট।ক্রীড়াপ্রেমীদের জন্য জমজমাট উইকেন্ড। আর এই উত্তাপেই ফুটতে শুরু করেছে ক্রীড়াপ্রেমী মানুষজন।

ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বিতে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। টানা আট ডার্বি হারের পর ঘুরে দাঁড়ায় লাল-হলুদ। ডার্বি জেতার পর একেরপর এক ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় লাল-হলুদ। ওপর দিকে মোহনবাগানের সামনে শুধু কাপ জেতা নয়, রয়েছে বদলা নেওয়ার সুযোগ। ডার্বি হারের ধাক্কা কাটিয়ে একের পর ম্যাচ জিতে ফাইনালে মোহনবাগানও। অন্যদিকে শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ। সব নিয়ে জমজমাট ক্রীড়াপ্রেমীদের উইকেন্ড। তবে এশিয়া কাপে ভারত-পাক মহারণে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৯০ শতাংশ। সেটাই চিন্তায় রাখছে আয়োজকদের। এবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।

এশিয়া কাপের ম্যাচ শুরু হবে দুপুর তিনটের সময়। ডিজনি প্লাস হটস্টারে একেবারেই ফ্রিতে দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং। শুধু এশিয়া কাপ নয়, পাশাপাশি বিশ্বকাপও ফ্রিতে দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। টিভিতে স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। ওপর দিকে রবিবার বিকেল চারটে থেকে শুরু হবে ডুরান্ড কাপ ফাইনাল। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই এখনও পর্যন্ত ১৬ বার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচ দেখা যাবে সোনি লিভ অ্যাপে। শুধু তাই নয়, জিও ব্যবহারকারীরা জিও টিভিতে ফ্রিতে দেখতে পাবেন ডুরান্ড ফাইনাল।

দীর্ঘদিন পর পুরনো ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। ফলে ডুরান্ড ফাইনালে জোর টক্কর হবে। অন্যদিকে, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা একটা চাপ। নেপালকে সহজে হারিয়ে দিলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচ যে সহজ হবে না তা জানেন বাবর আজমরা। ভারতীয় দলে অনেকদিন পর ফিরেছেন শ্রেয়স আইয়ার, যশপ্রীত বুমরাহরা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় দর্শকরা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

 

spot_img

Related articles

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...