Tuesday, August 26, 2025

মাদার টেরিজার টানে কলকাতায় ম্যাসিডোনিয়ার বিদেশ মন্ত্রী, কলকাতাকে চান ‘সিস্টার সিটি’ হিসেবে

Date:

কলকাতার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় ম্যাসিডোনিয়া (Macedonia)। মাদার টেরিজাকে (Mother Teresa) কেন্দ্র করে পর্যটন শিল্পেরও বিকাশ চায় তারা। শুক্রবার কলকাতার (Kolkata) মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে দেখা করে এই ইচ্ছের কথা জানালেন ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি। স্রেফ মাদার টেরিজার টানে সাড়ে ছ’হাজার কিলোমিটার পেরিয়ে কলকাতায় হাজির হয়েছেন রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি। সঙ্গে ভারতে ম্যাসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান উজুনভ।

মাদারের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পৌঁছে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। শহর নিয়ে নানা আলাপচারিতার পাশাপাশি মেয়রের আতিথেয়তায় মুগ্ধ ওসমানি জানিয়ে দিলেন, ম্যাসিডোনিয়ার সিস্টার সিটি হবে কলকাতা। এবং আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই চুক্তি করা হবে।

আরও পড়ুন- সপ্তম ‘দুয়ারে সরকার’: ব্যাপক সাফল্য, প্রথম দিনেই আবেদন ৫ লক্ষেরও বেশি মানুষের

পুরভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র জানান, মাদার টেরিজা কেন্দ্রিক ট্যুরিজম চালু করতে চায় ম্যাসিডোনিয়া। তাঁদের বিদেশমন্ত্রী এদিন তীর্থযাত্রী কেন্দ্রিক পর্যটনের পাশাপাশি বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগকারীদের একটা টিমও নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন। লেপেনাক নদীর তীরে ম্যাসিডোনিয়াতেই জন্ম মাদার টেরিজার। তবে তিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন তিলোত্তমায়। গড়ে তুলেছেন মিশনারিজ অফ চ্যারিটি। ১৯২৯ সালের জানুয়ারি মাসে কলকাতায় প্রথম পা রেখেছিলেন। এদিন মাদার টেরিজার দেশের বিদেশমন্ত্রী দেখা করেছেন কলকাতার আর্চ বিশপ থমাস ডি সুজার সঙ্গেও। বুজার ওসমানি জানিয়েছেন, এ শহরের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় নর্থ ম্যাসিডোনিয়া। গোটা ঘটনায় আপ্লুত আর্চ বিশপও। মাদার টেরিজার জন্মস্থান স্কোপজে থেকে মানুষ এসেছেন ভাবতেই শিহরিত তিনি।

 

Related articles

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...
Exit mobile version