ট্রেন দু.র্ভোগ কাটাতে নয়া উদ্যোগ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে

নিত্যযাত্রীদের ট্রেন পরিষেবা সংক্রান্ত জটিলতা কাটাতে এবার পূর্ব রেলের (Eastern Railways) তরফে এক নয়া উদ্যোগ নেওয়া হল। কম সময়ের ব্যবধানে অনেক বেশি সংখ্যক ট্রেন চালাতে নতুন ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah division)। বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী। প্রাথমিকভাবে শিয়ালদহ কন্ট্রোল রুম এবং শিয়ালদহ-রানাঘাট (Sealdah Ranaghat Route)শাখায় এই ব্যবস্থা চালু করা হল ।

এই ব্যবস্থার আওতায় কোন লাইনে কোথায় কোন ট্রেন রয়েছে এছাড়াও বিভিন্ন সিগন্যাল-পয়েন্ট কী অবস্থায় আছে— তাও কন্ট্রোল রুমের বড় পর্দায় দেখা যাবে। রেলের আধিকারিকেরা জানিয়েছেন, বিভিন্ন লাইনে প্রয়োজন অনুযায়ী ট্রেন ঘুরিয়ে দেওয়া, অতিরিক্ত ভিড়ের সময়ে বাড়তি ট্রেন চালানো, প্রয়োজনে ট্রেন তুলে নেওয়ার মতো একাধিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। একইসঙ্গে রেলের একাধিক পয়েন্ট ও ট্র্যাক সার্কিট ছাড়াও লেভেল ক্রসিং থেকে যন্ত্রের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। এই গোটা ব্যবস্থাটি অপটিক্যাল ফাইবারে সংযুক্ত থাকায় তথ্য আদানপ্রদান সহজ হবে।

আরও পড়ুন:‘উই আর ফাইটিং ফর দ‍্য বেস্ট ফর ইন্ডিয়া’, জোট বৈঠকের আগে মন্তব্য মমতার

 

 

 

 

 

 

Previous article‘উই আর ফাইটিং ফর দ‍্য বেস্ট ফর ইন্ডিয়া’, জোট বৈঠকের আগে মন্তব্য মমতার
Next article‘এক দেশ এক নির্বাচন’ কার্যকরে মরিয়া কেন্দ্রের নয়া কমিটি, জল্পনা তুঙ্গে