Monday, August 25, 2025

I.N.D.I.A. জোটের তৃতীয় বৈঠকে সিব্বল! বেজায় খাপ্পা কংগ্রেস নেতৃত্ব, রাহুল জানালেন “সমস্যা নেই”

Date:

মুম্বইয়ে I.N.D.I.A. জোটের তৃতীয় বৈঠকে প্রায় কংগ্রেস ছেড়ে এক বছর আগে যাওয়া নেতা কপিল সিব্বলের (Kapil Sibal) উপস্থিতি ঘিরে তুমুল জল্পনা। এতেই আপত্তি তোলেন কে সি বেনুগোপাল-সহ কংগ্রেস নেতৃত্ব। যদিও সিব্বলকে নিয়ে কোনও সমস্যা নেই বলেই ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

শুক্রবার বৈঠক চলাকালীন হঠাৎই রাজ্যসভার সাংসদকে দেখেই জল্পনা শুরু হয়। কপিল সিব্বল এদিনের বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত ছিলেন না। তাঁর উপস্থিতিতে একাধিক কংগ্রেস নেতা অসন্তুষ্ঠ হন বলে সূত্রের খবর। কিছু নেতা ফটোসেশনে তাঁর উপস্থিতি ঘিরে অসন্তোষও প্রকাশ করেন। শেষমূহুর্তে পরিস্থিতি সামাল দেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব ও এনসি নেতা ফারুক আবদুল্লা। কোনওক্রমে বেণুগোপালকে শান্ত করেন তাঁরা। তবে, সিব্বলের হাজিরায় কোনও আপত্তি নেই বলেই নাকি জানিয়েছেন রাহুল গান্ধী। সিব্বলকে স্বাগত জানান এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে।

২০২২-এর ১৬মে কার্যত বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস ত্যাগ করেন তিনি। যদিও পরে ইন্ডিয়া জোটের ফটোসেশনে অংশগ্রহণ করেন তিনি। কিছুদিন আগেই সংসদে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁকে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে দেখা যায়।

আরও পড়ুন- চাঁদের পর নজরে সূর্য! আদিত্য-L1 উৎক্ষেপণের আগে ফের তিরুপতি মন্দিরে ISRO-র বিজ্ঞানীরা

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version