Saturday, November 29, 2025

লোকসভা নির্বাচনের আগে আচমকাই ভোলবদল! বিশ্বভারতীর অচ.লাবস্থার জন্য উপাচার্যকেই দায়ী করলেন অনুপম

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Vishva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে বিতর্কের শেষ নেই। মাঝেমধ্যেই বিশ্ববিদ্যালয় নিয়ে বেফাঁস মন্তব্য করে তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। এবার তাঁকে নিয়ে যথেষ্ট ক্ষোভ উগরে দিলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক তথা প্রাক্তন বিজেপি সাংসদ অনুপম হাজরা (Anupam Hazra)। রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, উপাচার্যের স্বেচ্ছাচারিতার জন্যই বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রীকে সমালোচিত হতে হয়।

বৃহস্পতিবার শান্তিনিকেতনে (Santiniketan) বিশ্বভারতীর আশ্রমিক সুপ্রিয় ঠাকুর ও স্ত্রী শুভ্রা ঠাকুরের বাসভবনে এক আলোচনায় অংশগ্রহণ করেন বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। সেখানেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কড়া সমালোচনা করেন তিনি। অনুপম হাজরার আরও অভিযোগ, বিশ্বভারতীর পঠনপাঠনের গুণগতমান সর্বভারতীয় স্তরে দিনদিন তলানিতে ঠেকেছে। বিশ্বভারতীকে আগের গরিমা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি বোলপুরের প্রাক্তন সাংসদের কথায়, এই উপাচার্যের সময়কালেই বসন্ত উৎসব, পৌষ মেলা সব কিছুই এখন বন্ধ। যা বোলপুর-শান্তিনিকেতনবাসীর কাছে বেশি কষ্টের। ঠাকুর পরিবারের সদস্য সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র সুপ্রিয় ঠাকুর-সহ প্রবীণ আশ্রমিকদেরও ব্রাত্য করে রেখেছেন বর্তমান উপাচার্য। তিনি নিজেকে ‘অতি বিজেপি’ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে থাকেন। এর পিছনে রাজ্যপাল হওয়ার বা উপাচার্যের মেয়াদকাল বৃদ্ধি করার প্রবল তাগিদ রয়েছে বলেও অভিযোগ অনুপমের।

তবে আচমকা অনুপমের বিশ্বভারতী প্রীতিকে একেবারেই ভালো চোখে দেখতে নারাজ ওয়াকিবহাল মহল। তাঁদের মতে, লোকসভা নির্বাচনের আগেই বিশ্বভারতীকে কেন্দ্র করে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি বিতর্ককে কেন্দ্র করেও চরম অস্বস্তিতে পড়েছে বেড়েছে বিজেপির। তাই মানুষের মন ভোলাতে বিশ্বভারতী প্রসঙ্গে সুর নরম করার চেষ্টা করছেন অনুপমরা। এটা বিজেপির নাটক ছাড়া আর কিছুই নয়।

 

 

 

 

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...