Tuesday, November 4, 2025

মুখেই নারী নিরাপত্তার বুলি! ফের ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে চরম হে.নস্থার শিকার মহিলা

Date:

ফের সংবাদ শিরোনামে উঠে এল ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্য মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) রাজ্যে এবার চরম হেনস্থার শিকার হলেন এক মহিলা। মধ্যপ্রদেশের সাগরের ঘটনা। আর এমন খবর সামনে আসতেই মুখ পুড়েছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। তবে শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, বিগত কয়েক মাস ধরে মণিপুর সহ একাধিক ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে মহিলাদের উপর চরম অত্যাচারের ঘটনা সামনে এসেছে। ফের মহিলাদের উপর আক্রমণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। আর ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুলিশ সূত্রে খবর, গত ১২ অগাস্ট মধ্যপ্রদেশের সাগরের একটি দোকানের সামনে চার মাসের সন্তানকে নিয়ে বসে ছিলেন ওই মহিলা। তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন দোকানের মালিক। কিন্তু মহিলা সরতে না চাওয়ায় তাঁর উপর চড়াও হন ওই দোকানের মালিক। তাঁর সঙ্গে সামিল হন আশেপাশে থাকা আরও কয়েকজন দোকানিও। এরপরই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। তবে এদিন কেউই হামলাকীরাদের বাধা দেওয়ার এতটুকু আগ্রহ দেখাননি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সরকারের চূড়ান্ত ব্যর্থতা ঢাকতে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তৎপর হয় পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলাকে রাস্তায় ফেলে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছেড়ে দেওয়ার জন্য বারবার কাকুতিমিনতি করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে আরও বেশ কয়েক জন এসে মহিলার উপর চড়াও হন। তাঁর মুখে লাথি মারার পাশাপাশি রড দিয়েও মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তিনি যন্ত্রণায় কাতর হয়ে উঠলেও মেলেনি রেহাই। তাঁকে আবারও সজোরে চড় মারার ছবি সামনে আসে। তবে এদিন মহিলাকে যখন বেধড়ক মারধর করা হচ্ছিল, কয়েক হাত দূরেই রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল তাঁরই চার মাসের সন্তান। সেই শিশুটির দিকে কারও খেয়াল ছিল না। উল্টে মহিলাকে মারধর করতে সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। এদিনের পুরো ঘটনার ভিডিও মোবাইলবন্দী করেন অনেকেই। ইতিমধ্যে ঘটনাস্থল চিহ্নিত করে কয়েক জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ।

 

 

 

 

 

 

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version