Sunday, May 4, 2025

মুখেই নারী নিরাপত্তার বুলি! ফের ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে চরম হে.নস্থার শিকার মহিলা

Date:

ফের সংবাদ শিরোনামে উঠে এল ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্য মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) রাজ্যে এবার চরম হেনস্থার শিকার হলেন এক মহিলা। মধ্যপ্রদেশের সাগরের ঘটনা। আর এমন খবর সামনে আসতেই মুখ পুড়েছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। তবে শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, বিগত কয়েক মাস ধরে মণিপুর সহ একাধিক ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে মহিলাদের উপর চরম অত্যাচারের ঘটনা সামনে এসেছে। ফের মহিলাদের উপর আক্রমণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। আর ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুলিশ সূত্রে খবর, গত ১২ অগাস্ট মধ্যপ্রদেশের সাগরের একটি দোকানের সামনে চার মাসের সন্তানকে নিয়ে বসে ছিলেন ওই মহিলা। তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন দোকানের মালিক। কিন্তু মহিলা সরতে না চাওয়ায় তাঁর উপর চড়াও হন ওই দোকানের মালিক। তাঁর সঙ্গে সামিল হন আশেপাশে থাকা আরও কয়েকজন দোকানিও। এরপরই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। তবে এদিন কেউই হামলাকীরাদের বাধা দেওয়ার এতটুকু আগ্রহ দেখাননি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সরকারের চূড়ান্ত ব্যর্থতা ঢাকতে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তৎপর হয় পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলাকে রাস্তায় ফেলে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছেড়ে দেওয়ার জন্য বারবার কাকুতিমিনতি করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে আরও বেশ কয়েক জন এসে মহিলার উপর চড়াও হন। তাঁর মুখে লাথি মারার পাশাপাশি রড দিয়েও মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তিনি যন্ত্রণায় কাতর হয়ে উঠলেও মেলেনি রেহাই। তাঁকে আবারও সজোরে চড় মারার ছবি সামনে আসে। তবে এদিন মহিলাকে যখন বেধড়ক মারধর করা হচ্ছিল, কয়েক হাত দূরেই রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল তাঁরই চার মাসের সন্তান। সেই শিশুটির দিকে কারও খেয়াল ছিল না। উল্টে মহিলাকে মারধর করতে সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। এদিনের পুরো ঘটনার ভিডিও মোবাইলবন্দী করেন অনেকেই। ইতিমধ্যে ঘটনাস্থল চিহ্নিত করে কয়েক জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ।

 

 

 

 

 

 

Related articles

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...
Exit mobile version