সামনেই কৌশিকী অমাবস্যা। বছর বছর এই দিনটিতে ব্যাপক ভক্ত সমাগত হয় বীরভূমের তারাপীঠে। সেক্ষেত্রে এই বছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে মন্দির কমিটি ও প্রশাসন।
রামপুরহাট-চাতরা স্টেশনে দীর্ঘদিন ধরে চলছে থার্ডলাইনের কাজ। ফলে ওই লাইনে বেশ কিছুদিন ধরেই ব্যাহত ট্রেন চলাচল। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে বেশ কিছু ট্রেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পুণ্যযোগ। এই অমাবস্যা তারাপীঠে খুবই গুরুত্বপূর্ণ। ওই দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগাম হয় তারাপীঠে। কয়েক কোটির ব্যবসা হয়।