Tuesday, May 6, 2025

মণিপুরের হিং.সা নিয়ে উদ্বিগ্ন মেরি কম, নিজের গ্রামকে বাঁচাতে চিঠি অমিত শাহ-কে

Date:

Share post:

মণিপুরের হিংসা নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। হিংসা থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি প্রাক্তন বিশ্বজয়ীর। মণিপুরে যুযুধান দুই গোষ্ঠী কুকি এবং মেইতেইদের মাঝে। কয়েক মাস ধরেই সেখানে জ্বলছে আগুন। যেই হিংসায় ক্ষতিগ্রস্ত মেরি কমের গ্রাম। নিজের গ্রাম বাঁচাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন তিনি।

জানা যাচ্ছে, মণিপুরের স্বীকৃত ৩৫টি উপজাতির অন্যতম কম। মেরি সেই উপজাতি ভুক্ত। তাঁর গ্রাম কাঙাতেই দুই গোষ্ঠী কুকি এবং মেইতেইদের হিংসায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই নিয়ে বৃহস্পতিবার অমিত শাহকে চিঠি দেন মেরি। মেরির আবেদন অবিলম্বে মণিপুরের হিংসে বন্ধ করতে।

এই নিয়ে মেরি কম তাঁর চিঠিতে লেখেন,” কুকি এবং মেইতেইদের সংঘর্ষের কারণে গত কয়েক মাস ধরে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কম উপজাতির মানুষেরা। অথচ কম উপজাতির মানুষেরা কোনও ভাবেই এই হিংসার সঙ্গে যুক্ত নন। কমদের কারও কাছে আগ্নেয়াস্ত্র নেই। কমদের কোনও গ্রামে বাঙ্কারও তৈরি করা হয়নি। অথচ দফায় দফায় ধারাবাহিক হিংসায় তাঁদের জীবন দুর্বিসহ হয়ে উঠছে। দুই গোষ্ঠীর লড়াইয়ের মাঝে পড়েছেন তাঁরা। সাধারণ মানুষের নিরাপত্তা জন্য কমদের গ্রামগুলিতে পর্যাপ্ত নিরাপত্তী রক্ষী মোতায়েনের অনুরোধ।

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের দাবি, কম উপজাতির মানুষেরা মণিপুরের হিংসায় কোনও পক্ষকেই কখনও সমর্থন করেননি। প্রথম থেকে তাঁরা নিরপেক্ষ অবস্থান নিয়েছেন। কিন্তু কমদের অধিকাংশ গ্রাম কুকি এবং মেইতেইদের গ্রামদের মধ্যবর্তী এলাকায় হওয়ায় হিংসার প্রত্যক্ষ প্রভাব পড়ছে তাদের মধ‍্যে। জীবন ক্রমশ কঠিন হয়ে পড়ছে তাঁদের। অত্যাচারও চালানো হচ্ছে উভয় তরফ থেকে। সব মিলিয়ে কুকি এবং মেইতেইদের মাঝে পড়ে পিষে যাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন:ভারত-পাক মহারণে কে এগিয়ে? কী বললেন মহারাজ?

 

 

 

 

 

spot_img

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...