Tuesday, August 26, 2025

মোদিরাজ্যে কাজ করতে যাওয়াই কাল! ফের ম.র্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের

Date:

ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। পুলিশ সূত্রে খবর মৃতের নাম সুজিত জানা (Sujit Jana)। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের (Sagar) মহেন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে খবর, বছর একুশের ওই যুবক কাজ করতে গুজরাটে যান। সেখানে সুরাটের মুন্দ্রা বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করতেন সুজিত। তবে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর। মঙ্গলবার সকালেই বন্দরে কাজ করার সময় যুবকের মৃত্যু হলেও শুক্রবার মহেন্দ্রগঞ্জের বাড়িতে ফিরল সুজিতের নিথর দেহ। যুবকের হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পাশ করেই পেটের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেয় সুজিত। গুজরাটের (Gujrat) সুরাটে মুন্দ্রা বন্দরে শ্রমিকের কাজ করত সে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বন্দরে কাজ করতে যায় সুজিত চলছিল। তখনই দুর্ঘটনাবশত একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাঁর, ঘটনাস্থলেই মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার ওই পরিযায়ী শ্রমিকের। এদিকে শুক্রবার সন্ধেয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাড়িতে ফেরে যুবকের দেহ।

কিছুদিন আগেই মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল মালদায় ২৩ জন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মালদার অপর এক পরিযায়ী শ্রমিক অসমে কাজ করতে গিয়ে প্রাণ হারান। আর এবার গুজরাটে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার এক যুবকের। এদিকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা নিয়ে কিছুদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরের রাজ্যে কাজ করতে যাওয়ার কী দরকার, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

 

 

 

 

 

 

Related articles

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...
Exit mobile version