Friday, August 22, 2025

লোকসভা ভোট এগিয়ে আনতেই সংসদে বিশেষ অধিবেশনের ডাক: নীতীশ কুমার

Date:

হারের ভয়ে লোকসভা নির্বাচন(Parliament Election) এগিয়ে আনতে পারে মোদি সরকার। এমন দাবি আগেই তুলেছিল তৃণমূল। এবার সেই একইসুর শোনা গেল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের(Nitish Kumar) মুখে। সম্প্রতি সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে মোদি সরকার। আগামী ১৮-২২ সেপ্টেম্বর সংসদের চলবে পাঁচ দিনের এই বিশেষ অধিবেশন। সে প্রসঙ্গেই নীতীশ জানালেন, লোকসভা নির্বাচন এগিয়ে আনার জন্য এই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে।

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র(INDIA) বৈঠক শেষে মুম্বই থেকে পটনা ফেরার পরে শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নীতীশ কুমার। তিনি বলেন, “আপনাদের এই বিশেষ অধিবেশনের অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে হবে। আমি কিছু দিন ধরেই বলে আসছি, লোকসভা ভোট এগিয়ে আনা হবে। সেপ্টেম্বরে সংসদের বিশেষ অধিবেশন এই উদ্দেশ্যেই।” একইসঙ্গে তিনি বলেন, “আসলে বিজেপি(BJP) ভয় পাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে বিরোধী ঐক্য আরও দৃঢ় হয়ে উঠবে। তাই ওরা লোকসভা ভোট এগিয়ে আনতে পারে।”

অবশ্য এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়ো রোডে তৃণমূলের ছাত্র সংগঠনের সভায় তিনি বলেছিলেন, “কিছু দিন পরেই লোকসভা নির্বাচন রয়েছে। সন্দেহ হচ্ছে, এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়! জানুয়ারিতেও করে দিতে পারে। এদের কেউ বিশ্বাস করতে পারে না।” উল্লেখ্য, ২০১৯-এ লোকসভা ভোট ঘোষণা হয়েছিল ১০ মার্চ। ১১ এপ্রিল থেকে ১৯ মে— সাত দফায় ভোটগ্রহণ হয়ে ২৩ মে ফল ঘোষণা হয়েছিল। সেই হিসেবে ২৪-এর লোকসভা নির্বাচন এপ্রিল-মে মাসে হওয়ার কথা। তবে বিরোধীদের তরফে আশঙ্কা করা হচ্ছে। বিরোধী শিবির শক্তিশালী হয়ে ওঠার আগেই এই নির্বাচন সম্পন্ন করতে উঠে পড়ে লেগেছে মোদি সরকার।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version