Saturday, May 17, 2025

অগাস্টের ভুল শুধরে স্বমেজাজে সেপ্টেম্বর, শনি রবিতেই বৃষ্টির লম্বা ইনিংস

Date:

Share post:

সকাল থেকে বঙ্গের আকাশের থেকে বেশি নজর শ্রীলঙ্কার আকাশে। আর কয়েক ঘণ্টার মধ্যেই ভারত পাক মহাযুদ্ধ (India vs Pakistan)শুরু হতে চলেছে। উন্মাদনা ,উত্তেজনা সবটাই চরমে কিন্তু প্রশ্ন খেলা হবে তো? একদিকে যখন পড়শি রাষ্ট্রের ওয়েদার রিপোর্ট বৃষ্টি ভেজা শনিবারের ইঙ্গিত দিচ্ছে, তখন বাংলার আবহাওয়ার (Weather Forecast in West Bengal) রিপোর্ট কার্ড বলছে ১২২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বৃষ্টিপাত পেয়ে অগাস্ট। তাই সেপ্টেম্বরে শুরু থেকেই স্বমেজাজে ব্যাট করতে প্রস্তুত বৃষ্টি। আগামী দু’তিন দিনের মধ্যে পূর্ব এবং পূর্ব মধ্য ভারতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানাতেও ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে।এ ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় ৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকে ফের বৃষ্টিপাত বাড়বে। যার সূচনা হয়ে যেতে পারে আজ দুপুরের পর থেকেই। শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আর্দ্রতাজনিক অস্বস্তি বজায় থাকবে।

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। আপাতত সেটা উত্তরবঙ্গের দিকে রয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...