Friday, August 22, 2025

অগাস্টের ভুল শুধরে স্বমেজাজে সেপ্টেম্বর, শনি রবিতেই বৃষ্টির লম্বা ইনিংস

Date:

Share post:

সকাল থেকে বঙ্গের আকাশের থেকে বেশি নজর শ্রীলঙ্কার আকাশে। আর কয়েক ঘণ্টার মধ্যেই ভারত পাক মহাযুদ্ধ (India vs Pakistan)শুরু হতে চলেছে। উন্মাদনা ,উত্তেজনা সবটাই চরমে কিন্তু প্রশ্ন খেলা হবে তো? একদিকে যখন পড়শি রাষ্ট্রের ওয়েদার রিপোর্ট বৃষ্টি ভেজা শনিবারের ইঙ্গিত দিচ্ছে, তখন বাংলার আবহাওয়ার (Weather Forecast in West Bengal) রিপোর্ট কার্ড বলছে ১২২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বৃষ্টিপাত পেয়ে অগাস্ট। তাই সেপ্টেম্বরে শুরু থেকেই স্বমেজাজে ব্যাট করতে প্রস্তুত বৃষ্টি। আগামী দু’তিন দিনের মধ্যে পূর্ব এবং পূর্ব মধ্য ভারতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানাতেও ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে।এ ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় ৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকে ফের বৃষ্টিপাত বাড়বে। যার সূচনা হয়ে যেতে পারে আজ দুপুরের পর থেকেই। শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আর্দ্রতাজনিক অস্বস্তি বজায় থাকবে।

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। আপাতত সেটা উত্তরবঙ্গের দিকে রয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...