Sunday, May 4, 2025

কথায় আছে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। একথা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও বর্তমানে এই ধারণা সকলেরই বদলেছে। এখন একজন পুরুষ ঘরকন্যার কাজ না জানলেও নিপুণ হাতে একাধিক চমকপ্রদ রান্নাও করতে পারেন। তবে যিনি রাজনীতি করেন তিনি যে এত ভালো রান্না করেন এমন নিদর্শন ভুরিভুরি না পাওয়া গেলেও পুরনো সব ধারণা ভেঙে নয়া অবতারে ধরা দিলেন কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধী (Rahul Gandhi)।

এবার বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বাড়িতে গিয়ে রান্না করলেন কংগ্রেস সাংসদ। বিহারের অন্যতম জনপ্রিয় পদ চম্পারণ মাটন (Champaran Mutton) রান্না করলেন সোনিয়া তনয়। তবে শুধু মাটন রান্নাই নয়, পাশাপাশি উঠে এল রাজনীতির প্রসঙ্গও। সবশেষে নিজের রান্না করা চম্পারণ মাটন বোনের জন্য নিয়ে গেলেন রাহুল। কংগ্রেস সাংসদের শেয়ার করা ইউটিউব ভিডিও ইতিমধ্যে হটকেকের মতো ভাইরাল। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে সেই ছবি। দেখা যাচ্ছে, সাদা টি শার্ট পরে হাতে খুন্তি হাতে রান্না করছেন রাহুল। পাশে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদকে সাহায্য করছেন লালু, তেজস্বী যাদবরা। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, লালুর বাসভবনে পৌঁছেছেন রাহুল। সেখানে লালুর পাশাপাশি পুত্র তেজস্বী যাদব ও কন্যা মিসা ভারতী স্বাগত জানান রাহুলকে। তারপরেই শুরু রান্না।

লালু জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই বেশ ভাল রান্না করতে পারেন তিনি। রাহুলের দাবি, আমিও মোটামুটি রান্না পারি। যখন ইউরোপে একা থাকতাম, তখন নিজেই রান্না করতাম। এরপরই লালুকে রাহুল প্রশ্ন করেন, রাজনীতির ক্ষেত্রে আপনার মশলা কী? লালুর জবাব, কঠোর পরিশ্রমই রাজনীতির একমাত্র মশলা। অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। তবে এদিন রান্না শেষ করে লালুর পরিবারের সঙ্গে বসে রুটি দিয়ে মাটন চেখে দেখেন রাহুল। তারপরই নিজের হাতের রান্না করা পদ বোন প্রিয়াঙ্কার জন্য নিয়ে যান রাহুল। দাদার হাতের রান্না বেশ হাসিমুখেই খান প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

 

 

 

 

 

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version