Monday, May 5, 2025

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো: BJP কর্মীদের কড়া বার্তা অনুপমের

Date:

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি(BJP) শিবির। দলের অনুশাসন শিকেয় তুলে অশান্তিতে ব্যস্ত কর্মীরা। বীরভূম বিজেপির এমন দীশাহীন দশায় ক্ষুব্ধ সদ্য বিজেপির সর্বভারতীয় সম্পাদক দায়িত্বপ্রাপ্ত অনুপম হাজরা (Anupam Hajra)। এই পরিস্থিতিতে কর্মীদের সতর্ক করার পাশাপাশি কড়া বার্তা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।”

দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়ে রবিবার ফেসবুকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা লেখেন, “নতুন-পুরনো, সংগঠনে থাকা-বাইরে থাকা সমস্ত কার্যকর্তা ও নেতাদের উদ্দেশ্যে বলছি, মান-অভিমান অভাব অভিযোগ থাকলে মনে খুলে চার দেওয়ালের মধ্যে জানান। আপনার সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগাবার দায়িত্ব আমার। আর যদি মনে হয় পার্টির সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমানটা বেশি গুরুত্বপূর্ণ বা পদ আগলে বসে থেকে ভেতরে ভেতরে দলের ক্ষতি করবেন, তাহলে আমি অনন্ত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যাতে আপনি কোনওভাবেই পদের অপব্যবহার করতে না পারেন।” আরও লেখেন, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।” এই পোস্টেই স্পষ্ট যে, দায়িত্ব নিয়েই সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া চেষ্টা শুরু করেছেন অনুপম। লক্ষ্য, অন্দর্কলহকে দূরে সরিয়ে একসঙ্গে লড়াই।”

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। সেই লক্ষ্যে রদবদল হয়েছে দলীয় সংগঠনে। যেখানে বিজেপির সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলার বিজেপি নেতা অনুপম হাজরা। দায়িত্ব পেয়ে নিজের যাত্রা তিনি শুরু করেছেন বীরভূম থেকে। নির্বাচনকে নজরে রেখে এবার বীরভূম জেলায় দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন অনুপম।

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version