Sunday, November 9, 2025

‘পাকিস্তান যাও’! ক্লাসের মধ্যেই সা.ম্প্রদায়িক মন্তব্য কর্ণাটকের শিক্ষিকার

Date:

এবার মুসলিম ছাত্রদের (Muslim Students) সরাসরি পাকিস্তানে (Pakistan) যেতে বলে রোষের মুখে পড়লেন এক স্কুল শিক্ষিকা। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিত অভিযোগ জমা পড়ার পর ওই শিক্ষিকাকে বদলি করে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)। দিন কয়েক আগেই যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরপুরের এক শিক্ষিকার নির্দেশে ৭ বছর বয়সি মুসলিম সহপাঠীকে একের পর এক থাপ্পড় কষিয়েছিল বন্ধুরা। সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল সারা দেশ। তারপরেই দিল্লির এক শিক্ষিকার কথা সামনে এসেছিল। অভিযোগ, সংখ্যালঘু ছাত্রদের উদ্দেশে তিনি বলেছিলেন, দেশ স্বাধীন হওয়ায় তাদের কোনও ভূমিকাই ছিল না। এবার একই রকমের একটি ঘটনা সামনে এল কর্নাটকে (Karnataka)।

কর্নাটকের শিবমোগ্গা জেলার ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষিকার নাম মঞ্জুলা দেবী। তিনি রাজ্যেরই একটি সরকারি স্কুলে দীর্ঘ ন’বছর ধরে কন্নড় ভাষা পড়িয়েছেন। তবে এমন বিতর্কে জড়ানোর পর শিক্ষিকাকে অন্য স্কুলে বদলির সিদ্ধান্ত নেয় সে রাজ্যের শিক্ষা দফতর। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। শিবমগ্গা জেলার উর্দু ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণির দুই মুসলমান ছাত্র ক্লাস চলাকালীন নিজেদের মধ্যে ঝগড়া করছিল। এতেই বেজায় ক্ষেপে গিয়ে কন্নড় ভাষার ওই শিক্ষিকা বলেন, ‘এটা হিন্দুদের দেশ। তোমরা পাকিস্তানে চলে যাও।’ জানা গিয়েছে, ওই শিক্ষিকা গত ২৬ বছর ধরে শিক্ষকতার কাজ করছেন।

এরপরই বাড়ি গিয়ে অভিভাবকদের পুরো ঘটনার কথা বলে ওই দুই ছাত্র। তারপরেই তাদের পরিবারের তরফে শিক্ষা দফতরে নালিশ জানানো হয়। সেই খবর পাওয়ার পরেই ব্লক শিক্ষা আধিকারিকের তরফে অন্য স্কুলে বদলি করে দেওয়া হয় ওই শিক্ষিকাকে। ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ব্লক শিক্ষা আধিকারিক। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version