Monday, August 25, 2025

টলিউডের প্রিয় অভিনেতা দেব (Dev ) এখন উত্তরবঙ্গে তাঁর আগামী ছবি ‘ প্রধান ‘(Pradhan ) নিয়ে ব্যস্ত। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে শুটিং। কিন্তু আচমকাই দুঃসংবাদ। ইনস্টাগ্রামে অভিনেতা দেব নিজের অসুস্থতার খবর জানাতেই টেনশন বাড়তে থাকে ফ্যানেদের। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক খবর। অনেকেই বলতে শুরু করেন ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়েছেন সাংসদ অভিনেতা। এমনকি সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এসবের মধ্যে কতটা সত্যিই ঘটেছে আর কত বেশি করে রটানো হয়েছে তাই নিয়ে অনুরাগীদের মনে দোটানা শুরু হয়। অবশেষে মুখ খুললেন ব্যোমকেশ দেবের বন্ধু ‘অজিত’ রূপী অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)।

‘ প্রধান’ মুক্তি পাবে আগামী ক্রিসমাসে। এই ছবিতে দুবছর পর কামব্যাক করছে ‘ টনিক ‘ জুটি (Paran Bandopadhyay & Dev)। এছাড়া ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সিনেমাতে বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) আছেন বলে জানা যাচ্ছে। সেই ছবির শুটিং করতে গোটা টিম আপাতত নর্থ বেঙ্গলে রয়েছে। দেব নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন, পোস্ট করে লিখেছিলেন, “প্রথম দিনের শুটিং। এ দিকে জ্বরে আমি কাবু।” পরে জানা যায় তিনি রক্ত পরীক্ষা করিয়েছেন। এরপরই একাধিক খবর ছড়িয়ে পড়ে অভিনেতার অসুস্থতা নিয়ে। কিন্তু সে সবই যে রটনা, তা জানালেন দেবের সহ-অভিনেতা। অম্বরীশ জানান, প্রথম দিন দেবের জ্বর ছিল। কিন্তু দ্বিতীয় দিন থেকে দেব একদম সুস্থ হয়ে গেছে। রক্ত পরীক্ষা করানো হয়েছিল। সব একদম ঠিক আছে। তিনি বলেন,
“আমরা নানা ধরনের খবর পাচ্ছি। দেব নাকি খুবই অসু্স্থ। এই সবই ভুয়ো খবর।” পাশাপাশি মিথ্যে খবর রটানো বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version