Thursday, August 21, 2025

‘সনাতন হিন্দুধর্ম ডে.ঙ্গু, ম্যা.লেরিয়ার মতো’, স্ট্যালিন পুত্রের মন্তব্যে ব্যাপক বিতর্ক

Date:

“সনাতন হিন্দু ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়া মত, একে নির্মূল করা দরকার”, এমনই মন্তব্য করে বিতর্ক বাড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন(Udhayanidhi Stalin)। তাঁর আরও দাবি, সনাতন হিন্দুধর্ম সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী পুত্রের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ দেশের হিন্দু সম্প্রদায়। স্ট্যালিন পুত্রের এহেন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি(BJP)।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সম্প্রতি সনাতন অ্যাবলিশন কনফারেন্সে যোগ দিয়েছিলেন উদয়ানিধি। সেখানেই তিনি বলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে(Sanatana dharma) অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” বলার অপেক্ষা রাখে না স্ট্যালিন পুত্রের এখানেও মন্তব্যের পর সরব হয়ে উঠেছে বিজেপি। বিজেপি আইটি সেল এর প্রধান অমিত মালব্য এই প্রেক্ষিতে বলেন, উদয়ানিধি যে মন্তব্য করেছেন তা ৮০ শতাংশ জনগণকে হত্যায় প্ররোচনা ছাড়া আর কিছু নয়।

প্রবল বিতর্কের মুখে পড়ে স্ট্যালিন পুত্র তথা তামিলনাড়ুর ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রী উদয়ানিধি অবশ্য জানান, তিনি মোটেই গণহত্যার ডাক দেননি। তাঁর উদ্দেশ্য ছিল, প্রান্তিক জনজাতির হয়ে কথা বলা। তিনি সনাতন ধর্মের দ্বারা আক্রান্ত, এমন দাবিও করেছেন মুখ্যমন্ত্রী পুত্র।

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version