Monday, August 25, 2025

ডুরান্ড ডার্বি জিতেও আবেগে ভাসতে নারাজ বাগান কোচ, জুয়ানের মাথায় এএফসি কাপ

Date:

ডুরান্ড জয় দিয়ে মরশুম শুরু মোহনবাগান সুপার জায়েন্টের। রবিবার ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসিকে ১-০ গোলে হারিয়ে ফের ডার্বি জয় বাগানের। যদিও বদলার ডার্বি জিতেও নির্লিপ্ত মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। মরশুমের প্রথম ট্রফি জিতেই স্প্যানিশ কোচের মাথায় এএফসি কাপ।

ম‍্যাচ শেষে জুয়ান বলেন, “১০ জন হয়ে যাওয়ার পরেও যেভাবে মাথা ঠান্ডা রেখে ছেলেরা ম্যাচ বের করেছে, তার জন্য ওদের বাহবা দিতেই হবে। তবে আমাদের কাছে এএফসি কাপের গুরুত্ব বেশি। এই ট্রফি জয় এএফসি কাপে নামার আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে।” ডার্বি মিটতেই ফেরান্দোর নজর যে ঘুরে গিয়েছে এএফসি কাপে তা বাগান কোচের কথায় স্পষ্ট। এই মাসেই এএফসি গ্রুপ পর্ব শুরু হচ্ছে। প্রথমে ওড়িশার বিরুদ্ধে খেলতে হবে তাঁদের। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিতে চান ফেরান্দো।

এরপরই ফেরান্দোকে জিজ্ঞাসা করা হয় এই ডার্বি জয় কি আলাদা। এই ডার্বি জয়টাই কি বাগানের কোচ হিসাবে সেরা? এর জবাবে জুয়ান বলেন,” এটা বলা যাবে না। কারণ গোটা প্রতিযোগিতাতেই অনেক কঠিন দলের বিরুদ্ধে খেলেছি আমরা। মুম্বই সিটি, এফসি গোয়া, আজ ইস্টবেঙ্গল কারও বিরুদ্ধেই জেতা সহজ হয়নি। নিজেদের বার বার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। তবে আগেও বলেছি এটা প্রাক মরশুম প্রস্তুতি। খেলোয়াড়েরা চাপের মুখে নিজেদের সেরাটা দিয়েছে। এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে।”

ম্যাচের নায়ক দিমিত্রি গোল করেই সতীর্থদের নিয়ে মোহনবাগান গ্যালারির দিকে ছুটে গিয়ে উৎসব করেন। এই বাগান নায়ক বলেন, “আমি এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, তখন আমি কীভাবে উৎসব করব ভেবেই পাচ্ছিলাম না।”

আরও পড়ুন:‘নতুন স্বপ্ন দেখা শুরু লাল-হলুদের’, ডার্বি হারের পর বললেন কুয়াদ্রাত

 

 

 

 

Related articles

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...
Exit mobile version