Tuesday, August 12, 2025

বাদ সঞ্জু দলে রাহুল-ঈশান, শনিবার হয়ে মধ‍্যরাতে হয়ে গেল বিশ্বকাপের দল : সূত্র

Date:

Share post:

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর তার জন‍্য দল তৈরি করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, শনিবার মধ্যরাতে ১৫ সদস্যের প্রাথমিক দল তৈরি করেছে বিসিসিআই। জানা যাচ্ছে, দলে জায়গা পেয়েছেন কে এল রাহুল, জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। সুযোগ পাননি আরও দুই ক্রিকেটার তিলক ভার্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণা। যদিও আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করেনি বিসিসিআই। আসন্ন বিশ্বকাপের জন‍্য আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।

সূত্রের খবর, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ বাতিলের পরই বৈঠকে বসেন নির্বাচক কমিটির সদস্যেরা। অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অন্য নির্বাচকেরা কথা বলেন। এশিয়া কাপের ম্যাচ দেখতে শ্রীলঙ্কায় গিয়েছেন অজিত আগরকর। জানা যাচ্ছে, বৈঠকে রাহুলের ফিটনেস নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মেডিকেল টিম সবুজ সংকেত দেওয়ার পরে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাহুল নেটে দারুণ খেলছেন এবং বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কয়েক ঘন্টা ব্যাট করেছেন। এশিয়া কাপে ভারতীয় দলে যোগ দিতে তাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে।

এদিকে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের দল এরকম। ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। পাকিস্তান ম‍্যাচে মিডল অর্ডারে ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শনের পরে, ঈশান কিষাণও দলে জায়গা পেয়েছেন। এছাড়াও দলে রয়েছেন শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুরও দলে জায়গা করে নিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট ব্যাটিং গভীরতার উপর জোর দিয়েছে। বোলিং বিভাগে, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ পেস আক্রমণের নেতৃত্ব দেবেন এবং স্পিনার কুলদীপ যাদবও দলে জায়গা পেয়েছেন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

spot_img

Related articles

গুঞ্জনের সমাপ্তি, বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ প্রভাস!

প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন...

সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

সংরক্ষণের জটে বারবার রাজ্যের পঠন পাঠন থেকে নিয়োগকে থমকে যেতে হয়েছে। ওবিসি নিয়ে বারবার বিরোধীদের মামলা দায়ের করায়...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ অগাস্ট (মঙ্গলবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দেবী চৌধুরানির টিজার দেখে প্রশংসায় পঞ্চমুখ কুণাল

এখনও পূর্ণাঙ্গ টিজার রিলিজ হয়নি ‘দেবী চৌধুরানি’র। তার আগেই সেটা দেখে নিজের ফেসবুকে ভূয়সী প্রশংসা করলেন সাংবাদিক রাজনীতিবিদ...