Wednesday, August 27, 2025

রবিবার চূড়ান্ত দুর্ভোগে হাওড়া ব্যান্ডেল মেন লাইনের (Howrah Bandel Train Service)ট্রেন যাত্রীরা। সকাল দশটা থেকে বিঘ্নিত ট্রেন (Train Service Interruption) চলাচল। এগারোটার পর থেকে একাধিক লাইনে ডাউন ট্রেন দাঁড়িয়ে পড়ায় বিপত্তি বাড়ে। পৌনে এগারোটা থেকে কোন্নগর ১ নম্বর প্ল্যাটফর্মে আধঘন্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল (Sheoraphuli) । গ্যালোপিং ট্রেন প্রতি স্টেশনে দাঁড়িয়ে যাওয়ার মত ঘটনাও এদিন সামনে এসেছে। ডাউন গ্যালোপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে পরে রিষড়া স্টেশনে (Rishra)এক ঘন্টা পনেরো মিনিট দাড়িয়ে থাকে। একের পর এক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ায় সমস্যা আরও বাড়ে। বিকেলের আগে এই সমস্যা স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Eastern Railway CPRO Kaushik Mitra)।

রবিবার সকাল দশটা থেকে হাওড়া-ব্যান্ডেল ডাউন লাইনে অনিয়মিত হয়ে পড়ে ট্রেন চলাচল।ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারেননি কেউই। প্রত্যেকেই বলছেন নিত্যদিন এই সমস্যা বেড়েই চলেছে, আজ চরমে পৌঁছল। ভারতীর রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে রেল যাত্রীদের অভিযোগ, ট্রেনের এই গোলযোগের জন্য নিত্যদিন ভুগতে হচ্ছে তাঁদের। কাজের জায়গায় বা ইমারজেন্সি পরিস্থিতিতে কোনভাবেই তো এই বিষয়গুলোর জন্য যে ক্ষতি হবে তা পূরণ হওয়া সম্ভব নয়। পরপর স্টেশনে গাড়ি দাঁড়িয়ে থাকায় কখন ডাউন ট্রেন হাওড়া পৌঁছবে তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না রেলের আধিকারিকরা। তাই ট্রেনে বসে হাপিত্যেশ করা ছাড়া আর অন্য কোন উপায় নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন বিকেল চারটের আগে কোনোভাবেই এই পরিস্থিতির স্বাভাবিক হবার সম্ভাবনা নেই।

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version